শুক্রবার | ৫ ডিসেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার Logo খুবিতে ইউনেস্কো ও ইউজিসির উদ্যোগে পিয়ার-টু-পিয়ার ওরিয়েন্টেশন Logo সাতক্ষীরা–কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান পাঁচ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাচালানী মালামাল জব্দ Logo আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo গাইবান্ধা এলোপাথাড়ি ছুরিকাঘাতে নিহত যুবক Logo খুবিতে আসন্ন ভর্তি পরীক্ষা: নিরাপত্তা প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা Logo প্রগতিশীল প্রতিষ্ঠান চর্যাপদ সাহিত্য একাডেমির ‘হেমন্তসন্ধ্যা ও হাঁস পার্টি’ অনুষ্ঠিত হয়েছে Logo টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদসহ দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ Logo সদরপুরে ১০ম গ্রেড বাস্তবায়নের জন্য কর্মবিরতি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৬১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

টেকনাফে ইঞ্জিন বিকল হওয়া যাত্রীবাহী বোটসহ ৪৫ জন যাত্রী উদ্ধার

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।