শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৩৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।