শিরোনাম :
Logo আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি Logo সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত Logo কচুয়ার পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত Logo শহীদ রুমি স্মৃতি পাঠাগারের সাময়িকী  ” মুক্তবাক” এর মোড়ক উন্মোচন Logo খুলনার কয়রায় প্রায় ১০৩ কেজি হরিণের মাংস, মাথা এবং হরিণ শিকারের ফাঁদসহ ১ জন হরিণ শিকারিকে আটক করেছে কোস্ট গার্ড Logo জসিম সভাপতি, ফখরুল সম্পাদক দীর্ঘ ছয় বছর পর চাঁদপুর জেলা সমিতি ইউকের নির্বাচন সম্পন্ন Logo নির্ধারিত ছয় মাসের আগেই নতুন বেতন কাঠামো চূড়ান্ত হবে: প্রধান উপদেষ্টাকে কমিশন চেয়ারম্যান Logo ইবি অভয়ারণ্যের শরৎ সম্ভাষণ: “গ্রামীণ ঐতিহ্যের ছোঁয়া ও বায়োস্কোপের রঙিন আবেশ” Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক সেমিনারে যাচ্ছেন ইবি ভিসি

তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৭% বহাল থাকছে !

আপডেট সময় : ১১:৫৮:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

তৈরি পোশাক রপ্তানিকারকদের দাবি বিবেচনায় নিয়ে চলতি ২০১৭-২০১৮ অর্থবছরেও উৎসে কর শূন্য দশমিক ৭ শতাংশই বহাল রাখা হচ্ছে। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ তৈরি পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের দাবি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে নতুন ভ‌্যাট আইনের মতো এবার উৎসে কর ১ টাকা থেকেও সরে আসলো সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেছেন, তৈরি পোশাক খাতে উৎসে কর শূন্য দশমিক ৭০ শতাংশই বহাল থাকছে। আমেরিকা এবং ইউরোপের বাজারে আমাদের তৈরি পোশাকের দাম কমে গেছে। রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাদের দাবি বিবেচনায় নিয়ে উৎসে কর আগেরটিই রাখা হচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে এসআরও জারি হয়েছে।

সদ্য পাস হওয়া ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে তৈরি পোশাক খাতে উৎসে কর ১ শতাংশ করা হয়। বাজেট প্রস্তাবের পর ব্যবসায়ীরা এ হার আগের মতো রাখার দাবি জানালেও অর্থমন্ত্রী শেষ পর্যন্ত তাতে সায় দেননি। ২০১৬-১৭ অর্থবছরে এ হার ছিল শূন্য দশমিক ৭ শতাংশ। ওই সময় ১০০ টাকার পোশাক রপ্তানি করলে উৎসে কর বাবদ সরকারকে ৭০ পয়সা দিতেন রপ্তানিকারকরা। নতুন উৎসে কর বাস্তবায়ন হলে তাদের প্রতি ১০০ টাকার বিপরীতে ১ টাকা দিতে হতো।

এনবিআর সূত্রে জানা যায়, তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর ১ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক ৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠায় এনবিআর। গত ১০ জুলাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই সারসংক্ষেপে অনুমোদন দেন।

সূত্র জানায়, গত ২৯ জুন বাজেট পাসের পর তৈরি পোশাক শিল্প মালিকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে এ খাতের বাস্তব অবস্থা তুলে ধরেন। তারা তৈরি পোশাক রপ্তানিতে উৎসে কর আগের মতোই রাখার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তাতে সায় দেন।