বাড়ি-ঘরের ওপর থেকে বিদ্যুৎ লাইন সরানোর নির্দেশ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী !

  • amzad khan
  • আপডেট সময় : ১১:০৫:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাড়ি-ঘরের ওপর থেকে বিদ্যুৎ লাইন সরানোর জন্য পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারদের (জিএম) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ।

গতকাল শনিবার রাজধানীর খিলক্ষেতস্থ পল্লী বিদ্যুৎ ভবনে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন তিনি।

গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে নসরুল হামিদ বলেন, গ্রাহক সেবার মান বাড়িয়ে যথাসময়ে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সংযোগ পোঁছানোর পাশাপাশি দ্রুত শিল্প সংযোগ প্রদান করতে হবে এবং গ্রাহকসেবায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে ২৪ ঘণ্টা সেবা প্রদান করতে হবে।

তিনি বলেন, দেশ আজ দ্রুত মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। টিমওয়ার্কের ভিত্তিতে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

সম্মেলনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন এবং বোর্ডের সদস্য (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারী ধন্যবাদ জ্ঞাপন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাড়ি-ঘরের ওপর থেকে বিদ্যুৎ লাইন সরানোর নির্দেশ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী !

আপডেট সময় : ১১:০৫:১৫ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

বাড়ি-ঘরের ওপর থেকে বিদ্যুৎ লাইন সরানোর জন্য পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারদের (জিএম) নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মো. নসরুল হামিদ।

গতকাল শনিবার রাজধানীর খিলক্ষেতস্থ পল্লী বিদ্যুৎ ভবনে পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এ নির্দেশ দেন তিনি।

গ্রাহকরা যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পায় তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করে নসরুল হামিদ বলেন, গ্রাহক সেবার মান বাড়িয়ে যথাসময়ে গ্রাহকদের কাছে বিদ্যুৎ সংযোগ পোঁছানোর পাশাপাশি দ্রুত শিল্প সংযোগ প্রদান করতে হবে এবং গ্রাহকসেবায় দৃষ্টিভঙ্গির পরিবর্তন এনে ২৪ ঘণ্টা সেবা প্রদান করতে হবে।

তিনি বলেন, দেশ আজ দ্রুত মধ্যম আয়ের দিকে এগিয়ে যাচ্ছে। টিমওয়ার্কের ভিত্তিতে কাজ করলে সাফল্য অর্জন সম্ভব। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমদ কায়কাউস ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন উপস্থিত ছিলেন।

সম্মেলনে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন স্বাগত বক্তব্য রাখেন এবং বোর্ডের সদস্য (প্রশাসন) মো. ইয়াকুব আলী পাটওয়ারী ধন্যবাদ জ্ঞাপন করেন।