মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ- আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি দেশে-বিদেশে যতই ষড়যন্ত্র করুক না কেন আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে। এর কোন বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসবাদী দল, এটা দেশ-বিদেশে স্বীকৃত। এরা বিগতে দিনে সকল উগ্রবাদী সৃষ্টি করেছে তাই এদেরকে সকল ষড়যন্ত্র প্রতিহত এবং সরকারী উন্নয়নের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরার জন্য নেতাকমীদের প্রতি আহবান জানান।
তিনি শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। প্রায় ১৪ বছর পর এই উপজেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হল। আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় সাংগঠনকি সম্পাদক এনামুল হক শামিম, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, যুব মহিলালীগের সভাপতি নাজমা আক্তার, একেএম শাহজাহান কামাল এমপি, তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, প্রমূখ।
হানিফ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগিরের এক প্রশ্নের জবাবে পেট্রোল দিয়ে মানুষ হত্যার বিচার হবে, অন্যায়ের শাস্তি পেতেই হবে। বিএনপি ২১ হাজার আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা করেছে। এমনকি শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করেছিল। তাই অপেক্ষা খাকুন প্রত্যেক হত্যারি বিচার হবে।
শেখ হাসিনার আমলে উন্নয়ন নিয়ে হানিফ আরো বলেন, ধেশ ছিল অন্ধকারে তখন বিএনপি সরকার দূর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। খাদ্য উৎপাদন ছিল ২ কোটি ৭৬ হাজার মেট্রিক টন, সেখানে আমরা উৎপাদন করেছি ৩ কোটি ৯৬ মেট্রিক টন। বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার ১ শ মেঘাওয়াট, সেখা আমরা ক্ষমতায় এসে গত ৮ বছরে ১৬ হাজার মেঘওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছি। এছাড়া বৈদাশিক রপ্তানি ও মাথাপিছু আয়ের পিরিস্তি তুলে ধরে দেশকে মধ্য আয়ের দেশে রপ্তান্তরিত করেছে বলে উল্লেখ্য করেন তিনি।

























































