মেহেরপুর প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের দু’পাশ শোভাবর্ধনের জন্য বৃক্ষরোপন অভিযান শুরু করেছে মেহেরপুর জেলা পুলিশ। আজ শক্রবার সকাল ৯ টার দিকে শহরের মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ওয়াবদারমোড়ে বৃক্ষরোপন অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার আনিছুর রহমান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ডি.আই.ও.ওয়ান ফারুক হোসেন, ডিবি ওসি শাহিনুর রহমান, পুলিশ পর্দিশক ইরামুল হোসেন, তরিকুল ইসলাম, ট্রাফিক পুলিশ পর্দিশক ইসমাইল হোসেন, সার্জেন শ্যামল কুমার, ফিরোজ সরদার, চন্দনসহ জেলা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
পুলিশ সুপার আনিছুর রহমান জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সড়কের দু’পাশ শোভাবর্ধনের জন্য এ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। জেলার মেহেরপুর-কুষ্টিয়া ও মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের ১০ কিঃমিঃ সড়কে ওষধি, ফলদ, বনজ ও শোভাবর্ধনকারী ৫ হাজার গাছের চারা রেপান করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে অন্যান্য সংগঠনকে গাছ লাগাতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ