সাংবাদিক রক্ষায় ” ৫৭ ধারা ” বাতিল করে যুগোপযোগী অাইন প্রনয়ন সহ ১৪ দফা দাবীতে ৫ম বর্ষপূর্তি উদযাপনের অাহবানে “বিএমএসএফ

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৩২ বার পড়া হয়েছে

রিপোর্ট : ইমাম বিমান:  অাগামী ১৫ জুলাই শনিবার  “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ( বিএমএসএফ) এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্য প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।  বিরোধী কুচক্র ও দূর্নীতিবাজ দেশদ্রহী স্বার্থান্নেশী মহলের কিছু ব্যক্তি যাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে এবং নিজের কু-কর্ম ঢাকতে বিভিন্ন সময় তাদের অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড, দূর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় নিজের দোষ ঢেকে রাখতে সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য অাইনের ৫৭ ধারায় মামলা দিয়ে হয়রানী করছে বলে মন্তব্য করে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সভাপতি সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য অাইনে ৫৭ ধারায় মামলা সহ হয়রানি মূলক মামলা করা হয়েছে। যে সকল মামলায় পূর্ব তদন্ত ব্যতিরেকেই সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে।

গত ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায়
” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ”  বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক অাহমেদ অাবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সাংবাদিক জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করে অনেক সময় সংবাদ সংগ্রহ করার সময় বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন ও হামলার শিকার হয়। সংবাদ সংগ্রহের সময়  হামলার শিকার না হলেও সত্য প্রকাশের উপহার হিসেবে একজন সাংবাদিককে তথ্য অাইনের ৫৭ ধারা সহ বিভিন্ন অযুহাতে মিথ্যা মামলা, সন্দেহ ভাজন সাংবাদিককে দেহ তল্লাশির নামে পকেটে মাদক দিয়ে ফাসানো হচ্ছে মাদক নিয়ন্ত্রন অাইনের মিথ্যা মামলায়। অাজ ব্যক্তি স্বার্থ উদ্ধার বা হাসিল করা ও নিজেদের দূর্নীতি ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা,  হামলা ও নির্যাতন করে যাচ্ছে। গনমাধ্যম বান্ধব সরকারকে বেকায়দায় ফেলতে দেশের অভ্যন্তরে অব্যাহত ভাবে সাংবাদিক নিধন, নির্যাতন, মিথ্যা মামলা কিংবা সাংবাদিকদের কন্ঠোরোধ করতে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে সরকার বিরোধী দূর্নীতিবাজ একটি চক্র। তাই অাগামী ১৫জুলাই শনিবার
“বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ( বিএমএসএফ) এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের ” তথ্য অাইনের ৫৭ ধারা” বাতিল সহ সাংবাদিকদের বিরুদ্ধে সকল হয়রানী মূলক বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবীতে সকালে অালোচনা সভা ও র্যালীর অায়োজন করা হয়েছে।   বিএমএসএফ’র প্রত্যেকটি জেলা উপজেলা শাখার মাধ্যমে অালোচনা সভা ও র্যালীর অায়োজন করা হয়। এ সময়  বিএমএসএফ  কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়ন সহ সাংবাদিক নির্যাতন বন্ধে তথ্য অাইনের ৫৭ ধারা বাতিল করে যুগপযোগী অাইন প্রনয়নের দাবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকের পেশাগত কাজে সহযোগীতা করার দাবী জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সাংবাদিক রক্ষায় ” ৫৭ ধারা ” বাতিল করে যুগোপযোগী অাইন প্রনয়ন সহ ১৪ দফা দাবীতে ৫ম বর্ষপূর্তি উদযাপনের অাহবানে “বিএমএসএফ

আপডেট সময় : ০৩:৩৮:৩২ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭

রিপোর্ট : ইমাম বিমান:  অাগামী ১৫ জুলাই শনিবার  “বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ( বিএমএসএফ) এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্য প্রস্তুতি সভায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ কথা বলেন।  বিরোধী কুচক্র ও দূর্নীতিবাজ দেশদ্রহী স্বার্থান্নেশী মহলের কিছু ব্যক্তি যাদের ব্যক্তিগত স্বার্থ রক্ষার্থে এবং নিজের কু-কর্ম ঢাকতে বিভিন্ন সময় তাদের অনৈতিক ও অসামাজিক কর্মকান্ড, দূর্নীতির সংবাদ পত্রিকায় প্রকাশিত হওয়ায় নিজের দোষ ঢেকে রাখতে সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য অাইনের ৫৭ ধারায় মামলা দিয়ে হয়রানী করছে বলে মন্তব্য করে বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট বলেন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ সভাপতি সহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের বিরুদ্ধে তথ্য অাইনে ৫৭ ধারায় মামলা সহ হয়রানি মূলক মামলা করা হয়েছে। যে সকল মামলায় পূর্ব তদন্ত ব্যতিরেকেই সাংবাদিকদের গ্রেফতার করা হচ্ছে।

গত ১৩ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায়
” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ”  বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারন সম্পাদক অাহমেদ অাবু জাফর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, সাংবাদিক জীবনের ঝুকি নিয়ে সংবাদ সংগ্রহ করে অনেক সময় সংবাদ সংগ্রহ করার সময় বিভিন্ন ভাবে শারীরিক নির্যাতন ও হামলার শিকার হয়। সংবাদ সংগ্রহের সময়  হামলার শিকার না হলেও সত্য প্রকাশের উপহার হিসেবে একজন সাংবাদিককে তথ্য অাইনের ৫৭ ধারা সহ বিভিন্ন অযুহাতে মিথ্যা মামলা, সন্দেহ ভাজন সাংবাদিককে দেহ তল্লাশির নামে পকেটে মাদক দিয়ে ফাসানো হচ্ছে মাদক নিয়ন্ত্রন অাইনের মিথ্যা মামলায়। অাজ ব্যক্তি স্বার্থ উদ্ধার বা হাসিল করা ও নিজেদের দূর্নীতি ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে একের পর এক মামলা,  হামলা ও নির্যাতন করে যাচ্ছে। গনমাধ্যম বান্ধব সরকারকে বেকায়দায় ফেলতে দেশের অভ্যন্তরে অব্যাহত ভাবে সাংবাদিক নিধন, নির্যাতন, মিথ্যা মামলা কিংবা সাংবাদিকদের কন্ঠোরোধ করতে মরিয়া হয়ে উঠে পরে লেগেছে সরকার বিরোধী দূর্নীতিবাজ একটি চক্র। তাই অাগামী ১৫জুলাই শনিবার
“বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম” ( বিএমএসএফ) এর ৫ম তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাংবাদিকদের ” তথ্য অাইনের ৫৭ ধারা” বাতিল সহ সাংবাদিকদের বিরুদ্ধে সকল হয়রানী মূলক বিভিন্ন মামলা প্রত্যাহারের দাবীতে সকালে অালোচনা সভা ও র্যালীর অায়োজন করা হয়েছে।   বিএমএসএফ’র প্রত্যেকটি জেলা উপজেলা শাখার মাধ্যমে অালোচনা সভা ও র্যালীর অায়োজন করা হয়। এ সময়  বিএমএসএফ  কমিটির নেতৃবৃন্দ বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়ন সহ সাংবাদিক নির্যাতন বন্ধে তথ্য অাইনের ৫৭ ধারা বাতিল করে যুগপযোগী অাইন প্রনয়নের দাবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে সাংবাদিকের পেশাগত কাজে সহযোগীতা করার দাবী জানান।