সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ১১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৭৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
অব্যাহত পানি বৃদ্ধির ফলে জেলার ৩০টি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। আর এতে পানিবন্দি হয়ে পড়েছে লক্ষাধিক মানুষ। ইতিমধ্যেই ৫টি উপজেলার বন্যা দূর্গত এসব মানুষের সাহায্যের জন্য ১০৮ মেট্রিক টন চাল ও নগদ ৩ লাখ ৬৫ হাজার টাকা বিতরন করা হয়েছে। বন্যা দুর্গত মানুষেরা নিরাপদ আশ্রয়ের জন্য বন্যা নিয়ন্ত্রন বাধে বা উচু জায়গায় আশ্রয় নিলেও এখন কোন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়নি। সরকারী হিসাব মতে জেলার ৫টি উপজেলায় ১ হাজার ২শ’ ১০টি ঘরবাড়ি সম্পূর্ণ ও ৪ হাজার ২শ’ ৩৭ ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে ফসল ও অন্যান্য সম্পদের কি কি ক্ষতি হয়েছে সে বিষয়ে এখনো কোন জরিপ হয়নি। ক্ষতিগ্রস্থদের সহযোগীতার জন্য স্থানীয় প্রশাসনের কাছে নগদ ৫লাখ ৬৫ হাজার টাকা ও ১৫৪ মেট্রিক টন চাল মজুদ রয়েছে।
রবিবার
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
১০ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ