শিরোনাম :

এ বছর কোহলি ও ধোনির আয়!

  • আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৪৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের বর্তমান দুই মহারথী তারা। দুইজনেই অসাধারণ পারফর্মার।

দুইজনেই অধিনায়ক। একজন বিরাট কোহলি এবং অন্যজন মহেন্দ্র সিং ধোনি। খ্যাতি ও জনপ্রিয়তায় উভয়েই শীর্ষে রয়েছেন। পাশাপাশি আয়ের নিরিখেও একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কিন্তু জানেন কি এই ২০১৬ সালে কে বেশি আয় করলেন ধোনি না কোহলি? আসুন দেখে নেওয়া যাক-

ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি লিস্টের (হায়ার ইনকাম) তথ্য অনুসারে ২০১৬ সালে মোট ১৩৪.৪৪ কোটি টাকা আয় করেছেন বিরাট। বিজ্ঞাপন দুনিয়াতেও তার দারুণ কদর। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে ১৭টি ব্র্যান্ডের দায়িত্ব। ফোর্বস পত্রিকায় কোহলির ফেম র‍্যাংক-১। আর ভারতীয় ধনীদের মধ্যে তার স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সালমান খান ও শাহরুখ খান।

অন্যদিকে, ফোর্বস পত্রিকায় হিসেব বলছে, মাহির আয় ১২২.৪৮ কোটি টাকা। এদিকে ধোনির বায়োপিক – ‘আনটোল্ড স্টোরি অফ এম এস ধোনি’ও মুক্তি পেয়েছে এবছরই। এই ছবিটিও দারুণ সফল বাণিজ্যিক দিক থেকে। শুধুমাত্র ভারতীয় বাজার থেকেই এই ছবির এখনও পর্যন্ত উপার্জন ১৩০ কোটি টাকা। ফোরবসের ধনী তালিকায় ধোনির সার্বিক অবস্থান ৫ম স্থানে আর ফেম র‍্যাংক-৪।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁদপুর নৌ রুটে নবজাতকের জন্ম;পাবে আজীবন যাতায়াত সুবিধা

এ বছর কোহলি ও ধোনির আয়!

আপডেট সময় : ০৩:৪৭:৩৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ভারতীয় ক্রিকেটের বর্তমান দুই মহারথী তারা। দুইজনেই অসাধারণ পারফর্মার।

দুইজনেই অধিনায়ক। একজন বিরাট কোহলি এবং অন্যজন মহেন্দ্র সিং ধোনি। খ্যাতি ও জনপ্রিয়তায় উভয়েই শীর্ষে রয়েছেন। পাশাপাশি আয়ের নিরিখেও একে অন্যের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন। কিন্তু জানেন কি এই ২০১৬ সালে কে বেশি আয় করলেন ধোনি না কোহলি? আসুন দেখে নেওয়া যাক-

ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি লিস্টের (হায়ার ইনকাম) তথ্য অনুসারে ২০১৬ সালে মোট ১৩৪.৪৪ কোটি টাকা আয় করেছেন বিরাট। বিজ্ঞাপন দুনিয়াতেও তার দারুণ কদর। এই মুহূর্তে তার ঝুলিতে রয়েছে ১৭টি ব্র্যান্ডের দায়িত্ব। ফোর্বস পত্রিকায় কোহলির ফেম র‍্যাংক-১। আর ভারতীয় ধনীদের মধ্যে তার স্থান তৃতীয়। প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছেন যথাক্রমে সালমান খান ও শাহরুখ খান।

অন্যদিকে, ফোর্বস পত্রিকায় হিসেব বলছে, মাহির আয় ১২২.৪৮ কোটি টাকা। এদিকে ধোনির বায়োপিক – ‘আনটোল্ড স্টোরি অফ এম এস ধোনি’ও মুক্তি পেয়েছে এবছরই। এই ছবিটিও দারুণ সফল বাণিজ্যিক দিক থেকে। শুধুমাত্র ভারতীয় বাজার থেকেই এই ছবির এখনও পর্যন্ত উপার্জন ১৩০ কোটি টাকা। ফোরবসের ধনী তালিকায় ধোনির সার্বিক অবস্থান ৫ম স্থানে আর ফেম র‍্যাংক-৪।