নিউজ ডেস্ক:
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন সাবেক সিনিয়র সচিব সি.কিউ.কে. মুসতাক আহমেদ।
গত বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মফিজ উদ্দীন আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপন প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এফআরসি’র চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করতে পারবেন সি.কিউ.কে. মুসতাক আহমেদ।
১৯৫৫ সালে সিলেটে জন্ম নেওয়া সি.কিউ.কে. মুসতাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন। ১৯৮১ সালে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পর ২০১৫ সালে তিনি অবসর গ্রহণ করেন। অবসর-পরবর্তী সময়ে পরামর্শক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে তিনি বিভিন্ন বিদেশি প্রতিষ্ঠান ও বহুজাতিক কোম্পানির সঙ্গে কাজ করেন তিনি।




































