এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুরের বীরগঞ্জে ১ স্কুল ছাত্রীকে অপহরনের ঘটনায় থানায় অভিযোগ।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের দারিয়াপুর শীতলাইডাঙ্গা গ্রামের মালো মন্ডলের পুত্র আতাহার আলী ১ জুলাই শনিবার বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চৌধুরী হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী শারমীন আক্তার (১৪) গত ২৯ জুন বিকাল সাড়ে ৫ টায় প্রাইভেট পড়ে বাড়িতে ফিরার পথে ভাঙ্গামালি নামক স্থানে পৌচালে একই ইউনিয়নের চোকবানারশী এলাকার গুন্ডারঝাড় গ্রামের আতাবর রহমানে পুত্র ফরিদ আলী (২৩) ও শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালীপাড়া গ্রামের কাশেম আলীর পুত্র শহিদ আলী (৩০) পথরথ করে অপহনের চেষ্টা করে।
এ সময় স্কুল ছাত্রীর চিৎকারে আব্দুস সাত্তার, রশিদুল ইসলাম তাদের ধাওয়া করলে সন্ত্রাসীরা শারমীন আক্তারকে একটি মোটর সাইকেলে তুলে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে ৬ নং নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এমএ খালেক সরকার জানায়, ঘটনাটি আমি শুনে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়েছি।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আক্কাস আহম্মেদ অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন স্কুল ছাত্রী শারমীনকে উদ্ধারের চেষ্টা চলছে।

































