১৩ সেপ্টেম্বর শনিবার বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হলো শহীদ রুমি পাঠাগারের ৫ বছর পূর্তি ও পাঠাগার কর্তৃক প্রকাশিত সাময়িকী ‘মুক্তবাক’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
‘মুক্তবাক’ এর মোড়ক উন্মোচন করেন চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশ। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল, রাজনৈতিক ব্যাক্তিত্ব শাহাজান তালুকদার, উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক, মো, জহির উদ্দীন বাবর, শতফুল সমন্বয়ক এবং প্রশিক্ষক, মুক্তবাক সম্পাদক পর্ষদের সদস্য সাকিব আল ইমাম ও আশরাফুল সানি।
শুভেচ্ছা বক্তব্য রাখেন পাঠাগার ইনচার্জ ও মুক্তবাক সম্পাদক রহিমা কলি।
উদ্ভোধনী সংগীতের মধ্যদিয়ে অনষ্ঠান শুরু হয়। জুলাই শহীদদের শ্রদ্ধা জানান পাঠাগার সংগঠকগন সে সময় স্কাউট টিমও শ্রদ্ধা জানায়। দলীয় গান, দলীয় এবং একক নৃত্য, আবৃত্তি, শিশু জাদু শিল্পীর উপস্থাপনা এবং স্পর্ধার জুলাই- পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে পাঠাগারের বন্ধুদের পাশাপাশি শতফুল শিল্পীদের ছিলো মনোজ্ঞ সাংস্কৃতিক উপস্থাপনা।
শহীদ মিনার প্রাঙ্গণ ছিলো মনীষী ছবি ও উক্তি দিয়ে শোভিত আরও ছিলো প্রদর্শণী কর্ণার। প্রদর্শণীর প্রথম ভাগে ছিলো গত ৫ বছর ধরে পাঠাগারের কর্মসূচীর আলোকচিত্র নিয়ে “আমাদের গল্পগুলো” ২য় ভাগে ছিলো “স্পর্ধার জুলাই” যেখানে চিত্রাংকন প্রতিযোগীতার সেরা ১০ টি ছবি, গত আগষ্টের সারাদেশে আঁকা গ্রাফিতির বাছাই করা কয়েকটি এবং জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেয়া নারীদের অংশগ্রহণের আলোকচিত্র।
সংগঠকগন বলেন, আমরা শহীদ রুমি স্মৃতি পাঠাগার এবং ‘ মুক্তবাক’ এর সাহায্যে পাঠক তৈরি – জ্ঞান চর্চার কাজ নিবলস করে যাবো। কিশোর- তরুণদের অংশগ্রহনে সৃজনশীল আয়োজন অব্যাহত রাখবো। এর মধ্য দিয়ে শিক্ষার্থীরা সামাজিক দায়বোধ – দেশপ্রেমিক- নৈতিক মানুষ হিসেবে গড়ে উঠবে। শহীদ রুমি পাঠাগারের স্লোগানই হচ্ছে, ” পাঠাগার হোক উন্নত সংস্কৃতি ও মনুষ্যত্ব অর্জনের হাতিয়ার।