চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজে ২০২৫ ও ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার সকালে কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কর্মসূচি উদ্বোধন হয়। পরে কলেজের বিদ্যুৎসাহী সদস্য সাইফুল ইসলাম ফরহাদ প্রধানের উদ্যোগে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবি। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন— “শিক্ষার্থীরা হচ্ছে রাষ্ট্রের সম্পদ। তাদের নষ্ট হতে দেওয়া যাবে না। প্রতিটি শিক্ষার্থীকে ভালো পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে আদর্শ নাগরিক হতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে তোমরাই একদিন দেশ ও জাতির নেতৃত্ব দেবে।”
তিনি আরও বলেন, “ভালো ফলাফল করলে তোমরা রাষ্ট্রের উচ্চ পর্যায়ে স্থান করে নিতে পারবে। শিক্ষা শুধু নিজের বা পরিবারের জন্য নয়, দেশের কল্যাণেও কাজে লাগাতে হবে।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ গভর্নিং বডির নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোঃ মামুনুর রশিদ মোল্লা। স্বাগত বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ মোঃ ফজলুল হক। সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক আবুল খায়ের।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোঃ ইউসুফ মিয়াজী, মিজানুর রহমান, সমাজ হিতৈষী আলমগীর হোসেন স্বপনসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শারফিন হোসাইন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন, বিএনপি নেতা জসিম উদ্দিন প্রধান, মোজাফফর হোসেন,সাবেক ছাত্রনেতা আওলাদ হোসেন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হাসান,ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান মিয়াজী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহপরান, স্বেচ্ছাসেবক দল নেতা আমান উল্লাহ আমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো ক্যাম্পাস নবীন শিক্ষার্থীদের আগমনে প্রাণবন্ত হয়ে ওঠে।