ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় গাঁজা ব্যবসায়ীসহ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতাকৃতরা হলেন, শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামরে মৃত জবেদ আলীর ছেলে কুখ্যাত গাঁজা ব্যবসায়ী রেজাউল করিম রেজা (৪৫) ও দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের গোলাম বিশ্বাসের ছেলে অপহরন মামলার আসামী সাহেব আলী (৩৫)।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শৈলকুপা থানার এস আই কামাল হোসেন ও এ এস আই আজাদ শেখপাড়া এলাকা থেকে সোমবার সন্ধার দিকে অভিযান চালিয়ে ২৫০গ্রাম গাঁজাসহ রেজা কে আটক করে। রেজার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলে জানা গেছে। এছাড়া রাতে অপহরণ মামলার আসামী সাহেব আলী কে বড়দাহ এলাকা থেকে এস আই মাহমুদ গ্রেফতার করে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই আসামী কে আদালতে প্রেরণ করা হয়েছে।