নিউজ ডেস্ক:
পাকিস্তান-ভারত ম্যাচ নিয়ে উত্তেজনায় কাঁপছে পুরো বিশ্ব। কিন্তু এই উত্তেজনায় জল ঢেলে দিতে পারে বৃষ্টি। রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় এজবাস্টনে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। কিন্তু সকাল থেকে এজবাস্টনে উপর দিয়ে উড়তে শুরু করেছে কালো মেঘের দল।
ম্যাচের আগে এমন দুঃসংবাদ জানালেন ইংল্যান্ডের আবহাওয়াবিদরা। বার্মিংহামে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় শুরু হতে যাওয়া ম্যাচে আঘাত হানতে পারে বৃষ্টি। খবর অনুযায়ী, ওই ম্যাচে ভারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ!
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতোমধ্যে একটি ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তাতে পরিত্যক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ। ফলে দুই দলই ভাগাভাগি করেছে পয়েন্ট।
সমর্থকদের এখন একটাই আশা- বৃষ্টির হামলামুক্ত থাকুক ভারত-পাকিস্তান মহারণ।