নিউজ ডেস্ক:
মাত্র ১৯ রানেই ২ উইকেট হারানো পাকিস্তান শেষ পর্যন্ত ৩ বল বাকি থাকতে ২ উইকেটের জয় পেয়েছে। ৩৪২ রানের বড় টার্গেট দিয়ে শেষ অবধি পাকিদের বধ করতে পারল না টাইগাররা। ফাহিম আশরাফের শেষ দিকের ঝড়ো ব্যাটিংয়ের কাছে পরাস্ত হয়েছেন মাশরাফি, তাসকিনরা।
৯ম উইকেট জুটিতে ফাহিম আশরাফ ও হাসান আলীর অবিচ্ছিন্ন ৯ম উইকেট জুটি ৩৯ বলে ৮৬ রান যোগ করে ম্যাচের ছবি বদলে দিয়েছেন। ফাহিম অপরাজিত ৩০ বলে ৬৪ রান করে আর হাসান উইকেটে ছিলেন ১৫ বলে ২৭ রানে।
এর আগে তামিম ইকবালের শতক, ইমরুল-মুশফিকের উজ্জ্বল ব্যাটিংয়ে ৯ উইকেটে ৩৪১ রানের বড় স্কোর গড়ে টাইগাররা। এর জবাবে ব্যাটিং এ নেমে মাত্র ৩ ওভার ২ বলে ১৪ রানের মাথায় উইকেট হারিয়ে বসে পাকিস্তান। ১৯ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান। মাশরাফির বলে শিকার হন বাবর আজম। আজহার ও বাবর দুজনই মুশফিককে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।
বার্মিংহামের এজবাস্টনে শনিবারের ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি।
সূত্র: ক্রিকইনফো