নিউজ ডেস্ক:
ইংল্যান্ড খেলছে ঘরের মাঠে, চেনা পরিবেশে। এর জন্য বাড়তি কিছুটা সুবিধা তো ওরা পাবেই। তবে ইংল্যান্ডের সেরা সম্পদ হতে চলেছে ওদের অলরাউন্ডাররা। যারা নিজের দিনে গেমচেঞ্জার হয়ে উঠতে পারে।
বেন স্টোকস। এই মুহূর্তে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা নাম। যেমন ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলতে পারে, বল হাতে সেরকমই নিতে পারে ঘাতকের ভূমিকা। ওর সবচেয়ে ইতিবাচক দিক হল, দল ওকে যে দায়িত্বই দিক না কেন, চ্যালেঞ্জের জন্য সব সময় মুখিয়ে থাকে। সেই সঙ্গে ক্রিস ওকস রয়েছে। বল হাতে যে কতটা ভাল ফর্মে রয়েছে, সেটা তো কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে এবারের আইপিএলেই প্রমাণ দিয়েছে। ব্যাটেও কিন্তু বিধ্বংসী হয়ে উঠতে পারে।
জশ বাটলার একজন অলরাউন্ডার। উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে আক্রমণাত্মক। বাটলার দাঁড়িয়ে গেলে বিপক্ষ দলের স্বস্তিতে থাকার কথা নয়। মইন আলিও ব্যাটিংয়ের পাশাপাশি কার্যকরী বোলিংটা করে দেয়। একটা দলে এতজন অলরাউন্ডার থাকলে তাদের সম্ভাবনা তো উজ্জ্বল হবেই।
একমাত্র চিন্তা বড় টুর্নামেন্টের শেষ ল্যাপে এসে ধাক্কা খাওয়ার প্রবণতা। সেটা কাটিয়ে উঠলে ইংল্যান্ড বিপজ্জনক দল।






































