শুক্রবার | ২৩ জানুয়ারি ২০২৬ | শীতকাল
শিরোনাম :
Logo খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত Logo গণভোট উপলক্ষে চাঁদপুর ডিএনসির উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo কয়রা ভূমি অফিসের সার্ভেয়ারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলে পক্ষপাতিত্বের অভিযোগ Logo গাছতলা দরবার জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু শাহজালাল শাহপরানের বাংলায় ওলী বিদ্বেষীদের ঠাঁই হবে না-মোমবাতির প্রার্থী আহসান উল্লাহ Logo নোবিপ্রবিতে ‘বর্ধিত সাদা দল’-এর আনুষ্ঠানিক পথচলা শুরু Logo বীরগঞ্জে আলেম সমাজের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠান হয়েছে Logo বীরগঞ্জে প্রশাসনের সহযোগিতা কামনা করে সংবাদ সম্মেলন Logo বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য বিকৃত করে জনমনে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা Logo ইবিতে নারী শিক্ষার্থীদের আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন কর্মশালা উদ্বোধন Logo নির্বাচনী নিরাপত্তায় কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর সচেতনতামূলক ফুট পেট্রোলিং

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৬২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

সূত্র: এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

খুবিতে এআই ব্যবহারে দক্ষতা অর্জনে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার !

আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

সূত্র: এবেলা