শিরোনাম :
Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী Logo ভারতের সঙ্গে আকাশ ও স্থল সীমান্ত বন্ধের ঘোষণা পাকিস্তানের Logo পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত Logo অসুস্থ শ্রমিককে হুইল চেয়ার উপহার দিলো ইয়ুথ ফোরাম ও চর্যাপদ একাডেমি Logo পাকিস্তান জঙ্গিরাষ্ট্র, পাক সেনাপ্রধান লাদেনের মতোই সন্ত্রাসবাদী, বিস্ফোরক প্রাক্তন মার্কিন সেনাকর্তা Logo ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন বিষয়ক ক্যাম্পেইন’ – ল অ্যাওয়ারনেস এন্ড এনালাইটেন্ড সোসাইটি Logo শিক্ষার্থীদের ভাবনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ Logo জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী অ্যালামনাসদের রুয়া’র নির্বাচন বর্জন Logo মুখোমুখি অবস্থানে ভারত-পাকিস্তান, ভারতীয় নৌবাহিনীর মিসাইল ধ্বংসের পরীক্ষা Logo কাশ্মীরে হামলার পর তুমুল উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা পাকিস্তানের

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭
  • ৭৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

সূত্র: এবেলা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কচুয়ায় কৃষকদের চলচ্চিত্র প্রদর্শনী

দশম আইপিএলে কারা পেলেন ১১ পুরস্কার !

আপডেট সময় : ০৭:২২:১৬ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৩ মে ২০১৭

নিউজ ডেস্ক:

রবিবার শেষ হল আইপিএল। রুদ্ধশ্বাস ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্স হারাল রাইজিং পুণে সুপারজায়ান্টকে। আইপিএল-এর দশম সংস্করণে কে কী জিতলেন? জেনে নিন তা।

১. অরেঞ্জ ক্যাপ- অরেঞ্জ ক্যাপ জিতলেন ডেভিড ওয়ার্নার। সবথেকে বেশি রান করেছেন। সানরাইজার্স হায়দরাবাদ-এর অধিনায়ক ১৪ ম্যাচে করেছেন মোট ৬৪১ রান।

২. পারপল ক্যাপ- ১৪ ম্যাচে ২৬ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার। সব থেকে বেশি উইকেটের মালিক তিনিই। পেয়েছেন পারপল ক্যাপ।

৩. সর্বাধিক ছক্কা— এবারের আইপিএল-এ সব চেয়ে বেশি ছক্কার মালিক গ্লেন ম্যাক্সওয়েল এবং ডেভিড ওয়ার্নার। দু’ জনেই মেরেছেন ২৬টি ছক্কা। দীর্ঘতম ছক্কা মারার জন্য পুরস্কারটি পান কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।

৪. দ্রুতগামী পঞ্চাশ- সুনীল নারিন। কেকেআর-এর এই ক্রিকেটার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এর বিরুদ্ধে ৫০ রান করতে নিয়েছিলেন মাত্র ১৫ বল।

৫. গ্ল্যাম শট অফ দ্য সিজন- এই পুরস্কারও সানরাইজার্স হায়দরাবাদ-এর দখলে। পেয়েছেন যুবরাজ সিংহ।

৬. স্টাইলিশ প্লেয়ার — গৌতম গম্ভীর এই পুরস্কার জিতেছেন।

৭. ফেয়ার প্লে অ্যাওয়ার্ড – গুজরাত লায়ন্স-এর অধিনায়ক সুরেশ রায়না এই সম্মান পেয়েছেন।

৮. এমার্জিং প্লেয়ার – গুজরাত লায়ন্স-এর তরুণ প্রতিভা বাসিল থাম্পি এই পুরস্কার জিতেছেন। ১২ ম্যাচ থেকে ১১ উইকেট পেয়েছেন তিনি।

৯. সিরিজ সেরা – রাইজিং পুণে সুপারজায়ান্ট-এর বেন স্টোকস ১১ ইনিংসে রান করেছেন ৩১৬। ১২ ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।

১০. ফাইনালের ম্যান অফ দ্য ম্যাচ – মুম্বই ইন্ডিয়ান্স-এর ক্রুনাল পাণ্ডে।

১১. প্রতিযোগিতার সেরা ক্যাচ – সুরেশ রায়না।

সূত্র: এবেলা