নিউজ ডেস্ক:
দ্বিতীয়বারের মতো সেঞ্চুরির দেখা পেয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলা দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার হাশিম আমলা।
রবিবার মোহালির পাঞ্জাব ক্রিকেট স্টেডিয়ামে গুজরাট লায়ন্সের বিপক্ষে দ্বিতীয় শতকের দেখা পান আমলা। মাত্র ৬০ বল খেলে ৫টি ছক্কা ও ৮টি চারের মারে ১০৪ রান করেন আমলা।
এর অাগে ২১ এপ্রিল মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষেও সেঞ্চুরি দেখা পেয়েছিলেন আমলা। মাত্র ৫৮ বলে ওই দিন সেঞ্চুরি করেন তিনি। এবারের আইপিএলে তার মোট রান ৪২০।
তার ১০৪ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। জয়ের জন্য গুজরাটের দরকার ১৯০ রান।
সূত্র: ক্রিকইনফো






































