মু.ওয়াছীঊদ্দিন,লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ লক্ষ্মীপুরে দফায় দফায় প্রবল বৃষ্টিতে তলিয়ে যাওয়া ফসলি মাঠ এখনো পানির নিচে। সবচেয়ে ক্ষতি হয়েছে দক্ষিণাঞ্চলের রামগতি ও কমলনগর এলাকার ফসলের মাঠ। নষ্ট হয়েগেছে প্রায় ৪০ হাজার হেক্টর সয়াবিন, বাদাম, মরিচ, ডাল ও ইরি-বোরোসহ বিভিন্ন রবিশস্য। কোথাও কোথাও পানি নিস্কাশন করে ফসল রক্ষার চেষ্টা করছে কৃষকরা। আর কিছু দিন পর এসব ফসল গরে তোলার কথা। কিন্তু টানা প্রবল বৃষ্টিতে ডুবে যায় বিস্তুৃর্ণ ফসলের মাঠ।
উৎপন্ন মাঠের এসব ফসল হারিয়ে হতাশা হয়ে পড়েছে ক্ষতিগ্রস্থ কৃষকরা। ঋণের বোঝা মাথায় নিয়ে কোটি কোটি টাকার লোকসান গুনতে হবে তাদের।
কৃষি অধিদপ্তরের তথ্য মতে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জেলার ৫ টি উপজেলা ৪০ হাজার হেক্টর ফসল নষ্ট হয়েছে। তবে এসব ক্ষতি পুষিয়ে নিতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন কৃষি বিভাগ।
এছাড়াও গত কয়েকদিনের টানা বৃষ্টিতে প্লাবিত হয়েছে নিন্মাঞ্চলের অনেক বাড়ী-ঘর জলাবদ্ধতার কারণে স্কুল-কলেজে যেতে পারছেনা শিক্ষার্থীদের। ময়লা আবর্জনার পানিতে চলাচলের কারণে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে অনেকে। পানি নিস্কাশনের জন্য দ্রুত ড্রেনেজ ব্যবস্থার দাবী স্থানীয়দের।