শিরোনাম :
Logo ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন Logo পলাশবাড়ীতে ধানের শীর্ষ প্রতিকের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo হাবিপ্রবিতে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ব্র‍্যাকনেট প্রেজেন্টস আইইইই কম্পিউটার সোসাইটি সামার সিম্পোজিয়াম ২০২৫ Logo সাজিদের মৃত্যু ‘অস্বাভাবিক’ দাবি করে ইবি শিক্ষার্থীদের প্রেস কনফারেন্স Logo শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন Logo জবির উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত Logo খাগড়াছড়ির ত্রিপুরা কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে রাবিতে বিক্ষোভ মিছিল Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন Logo সাজিদের জানাজা সম্পন্ন, মৃত্যুরহস্য উদঘাটনে তদন্তের ঘোষণা Logo ঊচত এর দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নতুন ভ্যাট আইন মেনে নিয়েছি !

  • amzad khan
  • আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকর হবে এতে কোনো সন্দেহ নেই। ভ্যাট রেট নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এ আইন আমরা ব্যবসায়ীরা মেনে নিয়েছি। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)  ভ্যাট  এর উদ্যোগে আয়োজিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভ্যাট আইন মেনে নিয়েছি। কিন্তু ভ্যাট রেট নিয়ে কিছুটা বিতর্ক আছে। ১৫ শতাংশ ভ্যাট আমরা ১৯৯১ সাল থেকেই দিয়ে আসছি। বিতর্ক শুধু এক রেট নিয়ে। গত ৮ বছরে ব্যবসায়ীদের যে উন্নতি হয়েছে তা আগে কখনো হয়নি। প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব। তিনি সব সময় বলে এসেছেন সরকার কোনো ব্যবসা করবে না, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।’

সালমান এফ রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভয় আছে। ২০১৫ সালে ভ্যাট আইন বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আমরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ২ বছর সময় নেই। এ সময়ের মধ্যে এ আইনে যে সকল অসঙ্গতি ছিল তা অনেকাংশে দূর হয়েছে। তবে আইনটি নিয়ে প্রয়োজনের তুলনায় প্রচারণা কম হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এনবিআর সব সময় যে সকল ব্যবসায়ী কর দেয় তাদের ওপর নজর রাখে। যারা কর দেয় না তাদের ওপর কোনো নজরদারি নেই। তবে বর্তমানে এ অভিযোগ থেকে বেরিয়ে এসেছে এনবিআর।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ৮ লাখ রেজিস্ট্রেশনধারী ব্যবসায়ী থাকলেও রিটার্ন দাখিল করেন মাত্র ৩৪ হাজার। আমি বলবো ব্যবসায়ীদের ওপর করভার না বাড়িয়ে যারা কর দিচ্ছে না তাদেরকে করের আওতায় আনা দরকার।’

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক এ উপদেষ্টা বলেন, ‘নতুন আইনে দেশীয় শিল্প সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত হলো, এমন কোনো কিছু হবে না যাতে ওই শিল্প হুমকির মুখে পড়ে। একই সঙ্গে আগামি বাজেটে দেশের রপ্তানিমুখী শিল্পের জন্য বিশেষ প্রণোদনা রাখা প্রয়োজন।’

সালমান এফ রহমান বলেন, ‘আজকে এখানে সকল বড় ব্যবসায়ী উপস্থিত আছেন। নতুন আইন আমাদের সকলের জন্য ভালো হবে। এ আইন সব দিক থেকে ১৯৯১ সালের আইন থেকে ভালো। আমাদের উচিত হবে যে সকল ছোট ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করি তাদেরকে এ বিষয়ে বোঝানো। কারণ, ভ্যাট খাত থেকে  রাজস্ব আদায় বাড়লে শুল্ক ও আয়কর হার এনবিআর কমাতে পারবে।

তিনি বলেন, ‘এনবিআরকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা নতুন আইন, বাস্তবায়ন করতে গেলে কিছু সমস্যা হবে। আমাদের ভয়, ১ জুলাই থেকে আইন কার্যকর হওয়ার পর ১ সপ্তাহের মাথায় এনবিআরের অফিসাররা ব্যবসায়ীদের আইন দেখানো শুরু করে। এ সমস্যা থেকে বাঁচতে নতুন আইন পুরোপুরি বাস্তবায়নে অন্তত দুই থেকে তিন মাস সময় দেওয়া উচিত।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এনবিআর কর হার না বাড়িয়ে করনেট বাড়াতে কাজ করছে। বর্তমানে এনবিআর বিভাগ, জেলা, উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এনবিআর ও ব্যবসায়ীদের চলার পথ আরো সুন্দর এবং মসৃন হবে। করদাতাদের অবদানে উন্নয়নে অর্থায়ন করছে এনবিআর।
সংলাপে আরো বক্তব্য রাখেন এনবিআর সদস্য লুৎফর রহমান, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলটিইউ কমিশনার মতিউর রহমান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঘাতকের বুলেটে সাভারের রাজপথে অত্যন্ত নির্মমভাবে শহীদ হন শিক্ষার্থী ইয়ামিন

নতুন ভ্যাট আইন মেনে নিয়েছি !

আপডেট সময় : ১২:৪৫:০৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০১৭

নিউজ ডেস্ক:

নতুন ভ্যাট আইন ১ জুলাই থেকে কার্যকর হবে এতে কোনো সন্দেহ নেই। ভ্যাট রেট নিয়ে কিছুটা বিতর্ক থাকলেও এ আইন আমরা ব্যবসায়ীরা মেনে নিয়েছি। প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)  ভ্যাট  এর উদ্যোগে আয়োজিত রাজস্ব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, ‘ভ্যাট আইন মেনে নিয়েছি। কিন্তু ভ্যাট রেট নিয়ে কিছুটা বিতর্ক আছে। ১৫ শতাংশ ভ্যাট আমরা ১৯৯১ সাল থেকেই দিয়ে আসছি। বিতর্ক শুধু এক রেট নিয়ে। গত ৮ বছরে ব্যবসায়ীদের যে উন্নতি হয়েছে তা আগে কখনো হয়নি। প্রধানমন্ত্রী ব্যবসাবান্ধব। তিনি সব সময় বলে এসেছেন সরকার কোনো ব্যবসা করবে না, ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করবে।’

সালমান এফ রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ভয় আছে। ২০১৫ সালে ভ্যাট আইন বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে আমরা ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর কাছ থেকে ২ বছর সময় নেই। এ সময়ের মধ্যে এ আইনে যে সকল অসঙ্গতি ছিল তা অনেকাংশে দূর হয়েছে। তবে আইনটি নিয়ে প্রয়োজনের তুলনায় প্রচারণা কম হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এনবিআর সব সময় যে সকল ব্যবসায়ী কর দেয় তাদের ওপর নজর রাখে। যারা কর দেয় না তাদের ওপর কোনো নজরদারি নেই। তবে বর্তমানে এ অভিযোগ থেকে বেরিয়ে এসেছে এনবিআর।’

তিনি বলেন, ‘বর্তমানে দেশে ৮ লাখ রেজিস্ট্রেশনধারী ব্যবসায়ী থাকলেও রিটার্ন দাখিল করেন মাত্র ৩৪ হাজার। আমি বলবো ব্যবসায়ীদের ওপর করভার না বাড়িয়ে যারা কর দিচ্ছে না তাদেরকে করের আওতায় আনা দরকার।’

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক এ উপদেষ্টা বলেন, ‘নতুন আইনে দেশীয় শিল্প সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আমার ব্যক্তিগত মত হলো, এমন কোনো কিছু হবে না যাতে ওই শিল্প হুমকির মুখে পড়ে। একই সঙ্গে আগামি বাজেটে দেশের রপ্তানিমুখী শিল্পের জন্য বিশেষ প্রণোদনা রাখা প্রয়োজন।’

সালমান এফ রহমান বলেন, ‘আজকে এখানে সকল বড় ব্যবসায়ী উপস্থিত আছেন। নতুন আইন আমাদের সকলের জন্য ভালো হবে। এ আইন সব দিক থেকে ১৯৯১ সালের আইন থেকে ভালো। আমাদের উচিত হবে যে সকল ছোট ব্যবসায়ীর সঙ্গে ব্যবসা করি তাদেরকে এ বিষয়ে বোঝানো। কারণ, ভ্যাট খাত থেকে  রাজস্ব আদায় বাড়লে শুল্ক ও আয়কর হার এনবিআর কমাতে পারবে।

তিনি বলেন, ‘এনবিআরকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা নতুন আইন, বাস্তবায়ন করতে গেলে কিছু সমস্যা হবে। আমাদের ভয়, ১ জুলাই থেকে আইন কার্যকর হওয়ার পর ১ সপ্তাহের মাথায় এনবিআরের অফিসাররা ব্যবসায়ীদের আইন দেখানো শুরু করে। এ সমস্যা থেকে বাঁচতে নতুন আইন পুরোপুরি বাস্তবায়নে অন্তত দুই থেকে তিন মাস সময় দেওয়া উচিত।
সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর অনুশাসন মেনে এনবিআর কর হার না বাড়িয়ে করনেট বাড়াতে কাজ করছে। বর্তমানে এনবিআর বিভাগ, জেলা, উপজেলা থেকে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে গেছে।

তিনি বলেন, ‘আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এনবিআর ও ব্যবসায়ীদের চলার পথ আরো সুন্দর এবং মসৃন হবে। করদাতাদের অবদানে উন্নয়নে অর্থায়ন করছে এনবিআর।
সংলাপে আরো বক্তব্য রাখেন এনবিআর সদস্য লুৎফর রহমান, জাহাঙ্গীর হোসেন, রেজাউল হাসান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলটিইউ কমিশনার মতিউর রহমান।