শিরোনাম :
Logo চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে Logo চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা Logo চাঁদপুরে কবরস্থ করতে দেওয়া শিশু মৃত নয়, জীবিত! Logo “শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান Logo সিরাজগঞ্জে বসতবাড়ির জমি দখলের হুমকির অভিযোগে জিডি Logo  ইবির পাঁচ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার Logo ইবিতে দুর্গাপূজা উপলক্ষে পরীক্ষা স্থগিতের নোটিশ Logo সুন্দরবনে বন বিভাগের পৃথক অভিযানে ৫ জেলে আটক  ৩টা নৌকা, জাল, বিষের বোতল সহ মাছ জব্দ  Logo পলাশবাড়ীতে ভূয়া সমিতির নামে পৌনে এক কোটির টাকার গাছ বিক্রি করে অর্থ লুটপাট Logo কুবিতে এক সাংবাদিক সংগঠনের নিবন্ধন বাতিলের দাবিতে মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ

“শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

রবিবার সকালে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। চারপাশে শিক্ষার্থীদের হাসি-আনন্দ, হাতে নতুন শিক্ষা উপকরণ। খাতা, কলম আর ডায়েরি যেন হয়ে উঠেছিল তাদের চোখে নতুন স্বপ্নের আলো।
এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপি নেতা ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি শুধু শিক্ষা উপকরণ বিতরণেই থেমে থাকেননি, বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সামনে তুলে ধরেন একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি।
তার বক্তব্যে উঠে আসে শিক্ষা ব্যবস্থার অতীত ও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা। তিনি বলেন, “বিগত ১৫ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল। এতে শুধু শিক্ষা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং জাতির ভবিষ্যৎও বাধাগ্রস্ত হয়েছে। একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে ২৫ দফা সরাসরি শিক্ষা ও ৩১ দফায় পরিবেশ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী। পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ।  বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মনু মিয়া, শিক্ষক ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। অনেকেই খাতা-কলম হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষকরাও প্রধান অতিথির সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
দিনের এই আয়োজন শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় মানুষের মাঝে জাগ্রত করেছে নতুন চিন্তা— “সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা মানে সুন্দর একটি জাতি গঠন।”
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

চাঁদপুর সদরের ১৪ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগে সেবা প্রার্থীদের হয়রানি ও ভোগান্তি কমেছে

“শিক্ষা ব্যবস্থায় গুণগত পরিবর্তনে চাই সম্মিলিত প্রচেষ্টা” – ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান

আপডেট সময় : ০৫:৫২:৩৪ অপরাহ্ণ, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
রবিবার সকালে চাঁদপুরের কচুয়ার ঐতিহ্যবাহী ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয় মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। চারপাশে শিক্ষার্থীদের হাসি-আনন্দ, হাতে নতুন শিক্ষা উপকরণ। খাতা, কলম আর ডায়েরি যেন হয়ে উঠেছিল তাদের চোখে নতুন স্বপ্নের আলো।
এ আয়োজনের উদ্যোক্তা ছিলেন বিএনপি নেতা ও অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি শুধু শিক্ষা উপকরণ বিতরণেই থেমে থাকেননি, বরং শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সামনে তুলে ধরেন একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি।
তার বক্তব্যে উঠে আসে শিক্ষা ব্যবস্থার অতীত ও ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা। তিনি বলেন, “বিগত ১৫ বছরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দলীয়করণ করা হয়েছিল। এতে শুধু শিক্ষা ব্যবস্থাই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং জাতির ভবিষ্যৎও বাধাগ্রস্ত হয়েছে। একটি সুন্দর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।”
তিনি আরও উল্লেখ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার মধ্যে ২৫ দফা সরাসরি শিক্ষা ও ৩১ দফায় পরিবেশ উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। শিক্ষার মানোন্নয়ন ও পরিবেশ রক্ষার এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত জাতি গঠনের পথ সুগম হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারী। পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ।  বক্তব্য রাখেন বিএনপি নেতা আবুল খায়ের, জাহাঙ্গীর আলম মোল্লা, বিশিষ্ট সমাজসেবক মনু মিয়া, শিক্ষক ইব্রাহিম খলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। অনেকেই খাতা-কলম হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শিক্ষকরাও প্রধান অতিথির সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
দিনের এই আয়োজন শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি; বরং শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় মানুষের মাঝে জাগ্রত করেছে নতুন চিন্তা— “সুন্দর একটি শিক্ষা ব্যবস্থা মানে সুন্দর একটি জাতি গঠন।”