সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিয়ালকোল গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৪৫) বসতবাড়ির জমি দখলের হুমকি ও প্রাণনাশের আশঙ্কায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা যায়, রমজান আলী তার বসতবাড়ির শিয়ালকোল মৌজার জমি আরএস খতিয়ান নং-৫৩, দাগ নং-২১, পরিমাণ ১৮ কুশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের শাহাদৎ হোসেন মাস্টার (৫২), বাচ্চু মণ্ডল (৪৮) ও শফি মণ্ডল (৫৫)-এর সঙ্গে বিরোধে রয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ১ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে উক্ত বিবাদীরা রমজান আলীর বাড়ির সামনে গিয়ে জমি জোরপূর্বক দখলের হুমকি দেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখান। এ সময় স্থানীয় আব্দুল হালিম খান ও আজিম মণ্ডলসহ একাধিক ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন।
এ বিষয়ে রমজান আলী গত ১১ সেপ্টেম্বর সিরাজগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। তিনি অভিযোগ করে বলেন, বিবাদীরা যেকোনো সময় তার বসতবাড়ির জমি দখল করে নিতে পারে এবং তার পরিবার জান-মালের ক্ষতির আশঙ্কায় রয়েছে।
এসব বিষয়ে বাচ্চু মন্ডল বলেন, জমির হিস্যা অনুযায়ী রমজান গং মালিক। কিন্তুু খারিজ সূত্রে আমরা অংশীদার। এনিয়ে একাধি শালিসী বৈঠক বসলেও রমজান গং রেকর্ডীয় মালিকসূত্রে দাবী করে আসছেন। আমরা দলিলসূত্রে সেখানে দাবী করে আসছি।