কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সাংবাদিকদের ওপর হামলা, সংবাদ সংগ্রহে বাধা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনায় অর্থনীতি বিভাগের তিন শিক্ষার্থীকে দুই সেমেস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই ঘটনায় আরও নয় শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত দপ্তরি আদেশে এসব তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের নাহিদ হাসান, রিয়াজ মোর্শেদ ও আফসানা পারভীন তিনা।এছাড়াও অর্থনীতি বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ফরিদুল আলম পান্না ও ২০২০-২০২১ বর্ষের সৌরভ দত্ত, মিনহাজুল আবেদীন, সাব্বির হোসেন, সৌরভ হোসেন সজীব, এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম, মিল্টন মিয়া, মশিউর রহমান, রাকিব হোসেনকে সতর্ক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আদেশে বলা হয়, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে শিক্ষার্থী সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে এবং ৩০ অক্টোবর অনুষ্ঠিত সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুসারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্তে প্রমাণিত হয়—নাহিদ হাসান সাংবাদিককে তলপেটে লাথি মেরে মোবাইল রিসেট করে রেখে আসে এবং প্রক্টরের কাছে মিথ্যা অভিযোগ দেন; রিয়াজ মোর্শেদ সরাসরি সহায়তা করেন; আর আফসানা পারভীন তিনা সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়া ও উসকানিতে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, গত ১২ জুলাই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে অর্থনীতি বিভাগের আন্তঃসেশন ফুটবল ম্যাচ চলাকালে সিনিয়র–জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই সময় পরিস্থিতির ভিডিও ধারণ করতে গেলে বিভাগটির কয়েকজন শিক্ষার্থী উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালায়। এক পর্যায়ে তারা একজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে রিসেট করে গুরুত্বপূর্ণ তথ্য মুছে ফেলে।



















































