আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করছে বিএনপি।
আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নাম ঘোষণা শুরু করেন।
ঘোষণা অনুয়ায়ী, চট্টগ্রামের বিভিন্ন আসনে যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন:
চট্টগ্রাম-১ (মিরসরাই) নুরুল আমিন চেয়ারম্যান, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সরোয়ার আলমগীর, চট্টগ্রাম-৪(সীতাকুণ্ড ও সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নং ওয়ার্ড) কাজী সালাউদ্দিন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী উপজেলা ও সিটি কর্পোরেশন ১ও ২ ওয়ার্ড) মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া উপজেলা) হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-৮ বোয়ালখালী ও সিটি কর্পোরেশনের ৩,৪,৫,৬,৭ ওয়ার্ড) এরশাদ উল্লাহ।
চট্টগ্রাম ৯ আসনে মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম ১০ আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোহাম্মদ এনামুল হক,চট্টগ্রাম-১৩ (আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা) সরওয়ার জামাল নিজাম,চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।





















































