রাবি প্রতিনিধি:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘ফ্রি র্যাবিস ভ্যাকসিনেশন প্রোগ্রাম-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে রাবি এগ্রিকালচার ক্লাব ও রাবি অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উভয় ক্লাবের দায়িত্বে থাকা ব্যক্তিবর্গের কাছ থেকে জানা যায়, তাদের এই প্রোগ্রাম তারা সামনের দিনগুলোতেও অব্যাহত রাখবেন। একটানা তিন বছর র্যাবিস ভ্যাক্সিন এর টিকা কোন পশুকে দেয়া হলে সেটি সম্পূর্ণরূপে র্যাবিস এর প্রকপতা থেকে রক্ষা পাবে। পরিশেষে একটি সুন্দর অনুষ্ঠান সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড.জসিম উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালিয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.মোহাম্মদ মাঈন উদ্দীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহা. ফরিদ উদ্দিন খান এবং ছাত্র উপদেষ্টা আমিরুল ইসলাম।








































