শুক্রবার | ২৮ নভেম্বর ২০২৫ | হেমন্তকাল
শিরোনাম :
Logo গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী Logo প্রতিষ্ঠার পর থেকে নির্মাণ হয়নি চাঁদপুর সদর হাসপাতালে স্থায়ী মর্গ, জীর্ণ-ভবনে ময়নাতদন্ত Logo চাঁদপুর ফরিদগঞ্জে তারুণ্যের আলো সামাজিক উন্নয়ন পরিষদের উদ্যোগ ফ্রি মেডিকেল ক্যাম্প Logo ফের ভূমিকম্প Logo কচুয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ৩০টি প্রদর্শনী Logo কুবির বাংলা বিভাগের বাংলা নাটক বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন Logo মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত Logo মাগুরার শ্রীপুরে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী- ২০২৫ এর উদ্বোধন Logo পঞ্চগড়ের বোদা উপজেলায় জাতীয় প্রাণীসম্পদ সপ্তাহ ২০২৫ প্রদর্শনী Logo আমরা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছি: চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপির প্রার্থী বাবু খান

‘মেসিকে থামানো একজন ডিফেন্ডার দিয়ে সম্ভব নয়’

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০১:৩০:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫
  • ৭৫১ বার পড়া হয়েছে

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি—দুই ভিন্ন মহাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব। কিন্তু এই ম্যাচ শুধু এক প্রতিযোগিতামূলক লড়াই নয়, বরং এক আবেগঘন পুনর্মিলনও। পিএসজির কোচ লুইস এনরিকে আজ মাঠের পাশে আবারও দেখবেন লিওনেল মেসিকে, যার সঙ্গে তিনি বার্সেলোনায় কাটিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। এক সময়ের গুরু-শিষ্য আজ দাঁড়াবেন দুই বিপরীত শিবিরে, কিন্তু স্মৃতির পাতায় ফিরে আসবে সেই সব মুহূর্ত, যেগুলো গড়েছে কিংবদন্তির গল্প।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এনরিকে অকপটে স্বীকার করলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, ক্লাব এবং যারা মেসির সঙ্গে খেলেছে—সবাইয়ের জন্যই এক আবেগঘন উপলক্ষ। মেসিকে সামনে থেকে দেখেছি, কোচিং দিয়েছি। সে এখনো অনন্য।’

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের কোচ ছিলেন এনরিকে। সেই দলে ছিলেন মেসির পাশাপাশি সার্জিও বুসকেতস, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং কোচিং স্টাফে ছিলেন জাভিয়ের মাশচেরানো। মাশচেরানো এখন ইন্টার মায়ামির কোচ। বাকিরা সেই দলের ফুটবলার।

এনরিকে বলেন, ‘এরা শুধু খেলোয়াড় নয়, আমার কাছে এরাও একেকজন স্মৃতির প্রতীক। মাঠে প্রতিপক্ষ হলেও, ম্যাচের আগে ও পরে এই পুনর্মিলন হবে বিশেষ কিছু।’

পিএসজি কোচ মেসির প্রসঙ্গে বলেন, ‘লিও মেসিকে থামানো একজন ডিফেন্ডার দিয়ে সম্ভব নয়। যদি আমরা একক কাউকে দিয়ে চেষ্টা করি, আমরা মরে যাবো। ওর জন্য আমাদের দলগতভাবে ভাবতে হবে।’

তিনি যোগ করেন, ‘বুসকেতস এখনো আগের মতোই নিখুঁত পাস দেন, আলবা এখনো ভেতরে ঢুকে ভয়ঙ্কর। আর লুইস সুয়ারেজ? আপনি নিশ্চয়ই দেখেছেন তার শেষ গোলটা। এখন আবার মাশচেরানোর মতো কোচ থাকায় ওরা দল হিসেবে আরো পরিপূর্ণ।’

এনরিকে সতর্ক করলেন তার খেলোয়াড়দের, ‘ফুটবলে ১০ সেকেন্ডের অমনোযোগিতার ফল ভয়াবহ হতে পারে। ইন্টার মায়ামি অভিজ্ঞতায় পূর্ণ। আমরা যদি বল দখলে না রাখতে পারি, চাপ তৈরি করতে না পারি, তবে বিপদ হবেই। ম্যাচটা কঠিন হবে।’

পিএসজির ফরাসি উইঙ্গার ওসমান দেম্বেলে চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। তবে এনরিকে জানিয়েছেন, ফিটনেস নিয়ে ঝুঁকি নেবেন না, ‘ওর জন্য আমরা ঝুঁকি নেব না। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে।’

মেসিকে নিয়ে এনরিকে আরও বলেন, ‘আমি মেসিকে যতবার দেখেছি, শুধু ম্যাচে না, অনুশীলনেও—সবসময়ই মনে হয়েছে এই মানুষটা ভিন্ন গ্রহের। ওর খেলার ধারাবাহিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টেকনিক—অসাধারণ। আমি সৌভাগ্যবান, যে তিন বছর ওর সঙ্গে ছিলাম।’

ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশচেরানোকে নিয়েও প্রশংসা ঝরল এনরিকের কণ্ঠে, ‘মাঠে থেকেই সে ছিল এক কোচ। পেপ গার্দিওলার হাত ধরে সেন্টারব্যাকে রূপান্তর, আমার সময়েও সেটি ছিল কার্যকর। আমি তখনই বুঝে গিয়েছিলাম—মাশচেরানো একদিন বড় কোচ হবে।’

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচের বিজয়ীর সঙ্গে। রবিবার রাতে মেসি বনাম এনরিকে, বার্সা অধ্যায়ের স্মৃতি যখন মুখোমুখি হবে আধুনিক ফুটবলের নতুন ইতিহাসের সম্ভাবনায়, তখন শুধু গোল নয়—মাঠে ফুটে উঠবে হৃদয়ের গল্পও।

 

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি রবিউল হাসানকে চাঁদপুর জেলার পুলিশ সুপার পদে বদলী

‘মেসিকে থামানো একজন ডিফেন্ডার দিয়ে সম্ভব নয়’

আপডেট সময় : ০১:৩০:১৫ অপরাহ্ণ, রবিবার, ২৯ জুন ২০২৫

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি—দুই ভিন্ন মহাদেশের প্রতিনিধিত্বকারী ক্লাব। কিন্তু এই ম্যাচ শুধু এক প্রতিযোগিতামূলক লড়াই নয়, বরং এক আবেগঘন পুনর্মিলনও। পিএসজির কোচ লুইস এনরিকে আজ মাঠের পাশে আবারও দেখবেন লিওনেল মেসিকে, যার সঙ্গে তিনি বার্সেলোনায় কাটিয়েছেন ফুটবল ইতিহাসের অন্যতম সোনালি অধ্যায়। এক সময়ের গুরু-শিষ্য আজ দাঁড়াবেন দুই বিপরীত শিবিরে, কিন্তু স্মৃতির পাতায় ফিরে আসবে সেই সব মুহূর্ত, যেগুলো গড়েছে কিংবদন্তির গল্প।

ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এনরিকে অকপটে স্বীকার করলেন, ‘এটা শুধু আমার জন্য নয়, ক্লাব এবং যারা মেসির সঙ্গে খেলেছে—সবাইয়ের জন্যই এক আবেগঘন উপলক্ষ। মেসিকে সামনে থেকে দেখেছি, কোচিং দিয়েছি। সে এখনো অনন্য।’

২০১৪-১৫ মৌসুমে বার্সেলোনার ঐতিহাসিক ট্রেবলজয়ী দলের কোচ ছিলেন এনরিকে। সেই দলে ছিলেন মেসির পাশাপাশি সার্জিও বুসকেতস, জর্ডি আলবা, লুইস সুয়ারেজ এবং কোচিং স্টাফে ছিলেন জাভিয়ের মাশচেরানো। মাশচেরানো এখন ইন্টার মায়ামির কোচ। বাকিরা সেই দলের ফুটবলার।

এনরিকে বলেন, ‘এরা শুধু খেলোয়াড় নয়, আমার কাছে এরাও একেকজন স্মৃতির প্রতীক। মাঠে প্রতিপক্ষ হলেও, ম্যাচের আগে ও পরে এই পুনর্মিলন হবে বিশেষ কিছু।’

পিএসজি কোচ মেসির প্রসঙ্গে বলেন, ‘লিও মেসিকে থামানো একজন ডিফেন্ডার দিয়ে সম্ভব নয়। যদি আমরা একক কাউকে দিয়ে চেষ্টা করি, আমরা মরে যাবো। ওর জন্য আমাদের দলগতভাবে ভাবতে হবে।’

তিনি যোগ করেন, ‘বুসকেতস এখনো আগের মতোই নিখুঁত পাস দেন, আলবা এখনো ভেতরে ঢুকে ভয়ঙ্কর। আর লুইস সুয়ারেজ? আপনি নিশ্চয়ই দেখেছেন তার শেষ গোলটা। এখন আবার মাশচেরানোর মতো কোচ থাকায় ওরা দল হিসেবে আরো পরিপূর্ণ।’

এনরিকে সতর্ক করলেন তার খেলোয়াড়দের, ‘ফুটবলে ১০ সেকেন্ডের অমনোযোগিতার ফল ভয়াবহ হতে পারে। ইন্টার মায়ামি অভিজ্ঞতায় পূর্ণ। আমরা যদি বল দখলে না রাখতে পারি, চাপ তৈরি করতে না পারি, তবে বিপদ হবেই। ম্যাচটা কঠিন হবে।’

পিএসজির ফরাসি উইঙ্গার ওসমান দেম্বেলে চোট কাটিয়ে ফিরেছেন অনুশীলনে। তবে এনরিকে জানিয়েছেন, ফিটনেস নিয়ে ঝুঁকি নেবেন না, ‘ওর জন্য আমরা ঝুঁকি নেব না। আমাদের সামনে আরও অনেক ম্যাচ আছে।’

মেসিকে নিয়ে এনরিকে আরও বলেন, ‘আমি মেসিকে যতবার দেখেছি, শুধু ম্যাচে না, অনুশীলনেও—সবসময়ই মনে হয়েছে এই মানুষটা ভিন্ন গ্রহের। ওর খেলার ধারাবাহিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, টেকনিক—অসাধারণ। আমি সৌভাগ্যবান, যে তিন বছর ওর সঙ্গে ছিলাম।’

ইন্টার মায়ামির কোচ জাভিয়ের মাশচেরানোকে নিয়েও প্রশংসা ঝরল এনরিকের কণ্ঠে, ‘মাঠে থেকেই সে ছিল এক কোচ। পেপ গার্দিওলার হাত ধরে সেন্টারব্যাকে রূপান্তর, আমার সময়েও সেটি ছিল কার্যকর। আমি তখনই বুঝে গিয়েছিলাম—মাশচেরানো একদিন বড় কোচ হবে।’

এই ম্যাচের জয়ী দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও ফ্ল্যামেঙ্গোর ম্যাচের বিজয়ীর সঙ্গে। রবিবার রাতে মেসি বনাম এনরিকে, বার্সা অধ্যায়ের স্মৃতি যখন মুখোমুখি হবে আধুনিক ফুটবলের নতুন ইতিহাসের সম্ভাবনায়, তখন শুধু গোল নয়—মাঠে ফুটে উঠবে হৃদয়ের গল্পও।