শিরোনাম :
Logo আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন Logo মেধাভিত্তিক নিয়োগ হলে নিয়োগপ্রাপ্ত সকলেই দেশের সম্পদ হবে : আসিফ মাহমুদ Logo অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১ Logo দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি২০ সিরিজে ডাকেটকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড Logo সাইবার নিরাপত্তা আইন এখন অনেক সক্রিয় : ফয়েজ আহমদ তৈয়্যব Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ Logo সাতক্ষীরায় ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদে মিলাদুন্নবী পালিত Logo ইবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‍্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সুন্দরগঞ্জে স্কুলছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার Logo চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে জেলা বিএনপির সভাপতির মতবিনিময়

তিন প্রজন্ম নিয়ে একসঙ্গে ঈদ উদযাপন করলেন মুশফিক

তিন প্রজন্ম নিয়ে নিজ গ্রামে একসঙ্গে ঈদ উদযাপন করলেন মুশফিকুর রহিম। ২০২৫ সালের ঈদুল আজহা তার কছে হয়ে থাকল ভীষণ আবেগঘন ও স্মরণীয়। শনিবার (৭ জুন) সকালে বগুড়ার ঈদগাহ মাঠে বাবা মাহবুব হামিদ ও ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

দীর্ঘদিন পর প্রিয় শহরে পরিবারের সঙ্গে কাটানো ঈদের আনন্দ কেবল আপনজনদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি, ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষের সঙ্গেও।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘সবাই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন এবং গরিব-দুস্থ প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেবেন।’ ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। সকালে ঈদের নামাজ আদায় শেষে বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ফর্ম ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ঈদের নামাজ শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ দল কিছুটা ছন্দহীন থাকলেও সামনে শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ফিরবে বলে আমি বিশ্বাস করি।’

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়েও মন্তব্য করেন মুশফিক। তিনি বলেন, ‘আমিনুল ভাই ক্রিকেটার ছিলেন, মাঠের বাস্তবতা বোঝেন। আশা করি তিনি দেশের ক্রিকেটের উন্নয়নে ভালো কিছু করবেন।’

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আশিকাটি ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায় কর্মসূচীর উদ্বোধন

তিন প্রজন্ম নিয়ে একসঙ্গে ঈদ উদযাপন করলেন মুশফিক

আপডেট সময় : ০২:১২:২১ অপরাহ্ণ, শনিবার, ৭ জুন ২০২৫

তিন প্রজন্ম নিয়ে নিজ গ্রামে একসঙ্গে ঈদ উদযাপন করলেন মুশফিকুর রহিম। ২০২৫ সালের ঈদুল আজহা তার কছে হয়ে থাকল ভীষণ আবেগঘন ও স্মরণীয়। শনিবার (৭ জুন) সকালে বগুড়ার ঈদগাহ মাঠে বাবা মাহবুব হামিদ ও ছেলে মোহাম্মদ শাহরোজ রহিম মায়ানকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

দীর্ঘদিন পর প্রিয় শহরে পরিবারের সঙ্গে কাটানো ঈদের আনন্দ কেবল আপনজনদের মধ্যে সীমাবদ্ধ রাখেননি তিনি, ভাগ করে নিয়েছেন সাধারণ মানুষের সঙ্গেও।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। তিনি বলেন, ‘সবাই সামর্থ্য অনুযায়ী কোরবানি দেবেন এবং গরিব-দুস্থ প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে নেবেন।’ ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বানও জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। সকালে ঈদের নামাজ আদায় শেষে বগুড়ার ধরমপুর মাটিডালি নাজিম উদ্দিন জিলাদার ঈদগাহ ময়দানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সামনে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে বাংলাদেশ দলের ফর্ম ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। ঈদের নামাজ শেষে তিনি বলেন, ‘বাংলাদেশ দল কিছুটা ছন্দহীন থাকলেও সামনে শ্রীলঙ্কা সিরিজে ফর্মে ফিরবে বলে আমি বিশ্বাস করি।’

সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার বিষয়েও মন্তব্য করেন মুশফিক। তিনি বলেন, ‘আমিনুল ভাই ক্রিকেটার ছিলেন, মাঠের বাস্তবতা বোঝেন। আশা করি তিনি দেশের ক্রিকেটের উন্নয়নে ভালো কিছু করবেন।’