শিরোনাম :
Logo প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ Logo ঢাকায় হামলার প্রতিবাদে চাঁবিপ্রবিতে প্রকৌশল অধিকার আন্দোলনে বিক্ষোভ Logo ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ গঠনে ১১ সদস্যের কমিটি Logo দিনাজপুরের বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে ২৭ই আগস্ট বুধবার দুপুর ১২ টায় পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেন স্থানীয় জনগণ Logo উল্লাপাড়ায় বিএনপি নেতার ওপর প্রতিপক্ষের হামলার অভিযোগ Logo ঢাকায় প্রকৌশল অধিকার আন্দোলনে যোগ দিতে বাসের ব্যবস্থা করল যবিপ্রবি প্রশাসন Logo আওয়ামী ফ্যাসিস্ট দোষরদের শান্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা Logo সাতক্ষীরায় নিখোঁজের ৪ দিন পর রাজমিস্ত্রির অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সাজিদের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo চাঁদপুর সদর উপজেলা পরিষদে আইনশৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা

ফ্যাসিবাদের পুনর্বাসন হলে আবার জ্বলে উঠবে আগ্নেগিরির মতো তরুণ প্রজন্ম- পঞ্চগড়ে ছাত্র শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ২৪শে গণ-অভুত্থান ছিল এক বাস্তব বিপ্লব, এক ঐতিহাসিক বিপ্লব, যা তরুণদের চেতনায় ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা শিবির আয়োজিত ‘Smart Today. Icon Tomorrow’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন গত ১৫ বছরে দেশপ্রেমের আড়ালে গণহত্যা চালানো হয়েছে। আলেম-ওলাম চৌকস সেনা কর্মকর্তা, ভিন্ন মতাবলম্বীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের টাকা পাচার করে চারটি বাজেট করার সমপরিমাণ অর্থ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এসবের পেছনে যারা জড়িত, তারা এখন আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ২৪-শের বিপ্লব তরুণদের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছে। যারা এখনো পুরনো নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে নিজেদের ঝুঁকিতে ফেলেছেন, তারা ইতিহাস থেকে পরীক্ষা নিচ্ছেন না। সেই নেত্রী যিনি হেলিকপ্টারে করে পালিয়ে যান, তাঁর জন্য আবারো আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া বোকার স্বর্গে বসবাস ছাড়া কিছুই নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আবার অন্যায় ও ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তারা যেন মনে রাখে এই প্রজন্ম সুপ্ত আগ্নেগিরির মতো। তারা যে কোন সময় অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠবে। তাদের দমন করার চেষ্টা যারা করবে, তাদের পরিণতি হবে অতীতের ফেরাউন ও জুলুমকারীদের থেকেও ভয়াবহ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, সাবেক ছাত্র শিবির নেতা তোফায়েল প্রধান, ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

ফ্যাসিবাদের পুনর্বাসন হলে আবার জ্বলে উঠবে আগ্নেগিরির মতো তরুণ প্রজন্ম- পঞ্চগড়ে ছাত্র শিবির সভাপতি

আপডেট সময় : ০৭:০৩:৫২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ২০২৪ সালের ২৪শে গণ-অভুত্থান ছিল এক বাস্তব বিপ্লব, এক ঐতিহাসিক বিপ্লব, যা তরুণদের চেতনায় ইতিহাস হয়ে থাকবে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে জেলা শিবির আয়োজিত ‘Smart Today. Icon Tomorrow’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন গত ১৫ বছরে দেশপ্রেমের আড়ালে গণহত্যা চালানো হয়েছে। আলেম-ওলাম চৌকস সেনা কর্মকর্তা, ভিন্ন মতাবলম্বীদের পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেশের টাকা পাচার করে চারটি বাজেট করার সমপরিমাণ অর্থ বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। আর এসবের পেছনে যারা জড়িত, তারা এখন আবার ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে।

জাহিদুল ইসলাম আরও বলেন, ২৪-শের বিপ্লব তরুণদের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তুলেছে। যারা এখনো পুরনো নেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে নিজেদের ঝুঁকিতে ফেলেছেন, তারা ইতিহাস থেকে পরীক্ষা নিচ্ছেন না। সেই নেত্রী যিনি হেলিকপ্টারে করে পালিয়ে যান, তাঁর জন্য আবারো আত্মত্যাগের প্রস্তুতি নেওয়া বোকার স্বর্গে বসবাস ছাড়া কিছুই নয়।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আবার অন্যায় ও ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে, তারা যেন মনে রাখে এই প্রজন্ম সুপ্ত আগ্নেগিরির মতো। তারা যে কোন সময় অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠবে। তাদের দমন করার চেষ্টা যারা করবে, তাদের পরিণতি হবে অতীতের ফেরাউন ও জুলুমকারীদের থেকেও ভয়াবহ।

পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদ ইসলামের সঞ্চালনায় সেমিনারে পঞ্চগড় জেলা জামায়াতের আমীর মাওলানা ইকবাল হোসাইন, নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, সাবেক ছাত্র শিবির নেতা তোফায়েল প্রধান, ব্যারিষ্টার মাহমুদ আল মামুন হিমু সহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।