শামীম ওসমানসহ ৮৯ জনের নামে আরও দুটি হত্যাচেষ্টা মামলা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ৭৩৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৮৯ জনের বিরুদ্ধে আরও দুটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৫০০ নেতা-কর্মীকে।

বুধবার রাতে আবদুর রশিদ ও জসিম খান নামের দুই ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করেন। তারা সিদ্ধিরগঞ্জ উপজেলার পৃথক এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। তিনি জানান, আবদুর রশিদের মামলায় শামীম ওসমানসহ ৪১ জন এবং জসিম খানের মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ২২টি হত্যাসহ মোট ৩০টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে ১৭টি হত্যাসহ ১৮ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

নতুন দুই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

শামীম ওসমানসহ ৮৯ জনের নামে আরও দুটি হত্যাচেষ্টা মামলা

আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ণ, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি আহত হওয়ার ঘটনায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৮৯ জনের বিরুদ্ধে আরও দুটি হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। পৃথক দুটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের আরও ৫০০ নেতা-কর্মীকে।

বুধবার রাতে আবদুর রশিদ ও জসিম খান নামের দুই ভুক্তভোগী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ মডেল থানায় পৃথক মামলা করেন। তারা সিদ্ধিরগঞ্জ উপজেলার পৃথক এলাকার বাসিন্দা।

বৃহস্পতিবার মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন। তিনি জানান, আবদুর রশিদের মামলায় শামীম ওসমানসহ ৪১ জন এবং জসিম খানের মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

এ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় ২২টি হত্যাসহ মোট ৩০টি মামলা হয়েছে। এগুলোর মধ্যে ১৭টি হত্যাসহ ১৮ মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।

নতুন দুই মামলার অন্য আসামিদের মধ্যে আছেন শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমান, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান প্রমুখ।