ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ৭৪৪ বার পড়া হয়েছে

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা জজ আদালতের নব-নিযুক্ত পিপি অ্যাডভোকেট মশিয়ার রহমান।

তিনি জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহমেদ, আবু সুমন বিশ্বাস ও সোহেল রানাকে স্বাক্ষী করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

অ্যাডভোকেট মশিয়ার রহমান আরও জানান, বিজ্ঞ বিচারক বাদিকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেননি। সেকারণে মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারা অনুসারে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঝিনাইদহে তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত মামলা খারিজ

আপডেট সময় : ০৮:০৪:৪৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ঝিনাইদহে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত একটি মানহানী মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মামলার বাদি ঝিনাইদহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ প্রসেস ফি দাখিল না করায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল আমলী আদালতের বিচারক মোঃ ফারুক আযম মামলাটি খারিজ করে দেন। মামলা খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ জেলা জজ আদালতের নব-নিযুক্ত পিপি অ্যাডভোকেট মশিয়ার রহমান।

তিনি জানান, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর লন্ডনে তারেক রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রানা হামিদ মানহানী মামলাটি দায়ের করেন। মামলায় ছাত্রলীগের শাকিল আহমেদ, আবু সুমন বিশ্বাস ও সোহেল রানাকে স্বাক্ষী করা হয়। আদালতের আদেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভিডিও বক্তব্য পর্যালোচনা করে ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম ২০১৫ সালের ২২ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন।

অ্যাডভোকেট মশিয়ার রহমান আরও জানান, বিজ্ঞ বিচারক বাদিকে প্রসেস ফি দাখিলের নির্দেশ দিলেও তিনি তা পরিশোধ করেননি। সেকারণে মামলটি ফৌজদারী কার্যবিধির ২০৪(৩) ধারা অনুসারে আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।