বগুড়ায় গৃহবধূ হত্যায় গ্রেপ্তার স্বামী ও পরকীয়া প্রেমিকা

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • ৭১৪ বার পড়া হয়েছে

বগুড়ায় গৃহবধূ ববি খাতুন (২২) হত্যা মামলায় তার স্বামী মো. রোহান (২৬) ও স্বামীর পরকীয়া প্রেমিকা মোছা. বেলি বেগম (২৪)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর সাভার এলাকা থেকে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহান বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে এবং বেলি বেগম একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ মে রাতে যৌতুকের দাবিতে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর ছুরিকাঘাত করে হত্যা করেন তার স্বামী রোহান। তারা বগুড়ার জহুরুলনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত রোহান ও তার প্রেমিকা বেলি বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বগুড়ায় গৃহবধূ হত্যায় গ্রেপ্তার স্বামী ও পরকীয়া প্রেমিকা

আপডেট সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বগুড়ায় গৃহবধূ ববি খাতুন (২২) হত্যা মামলায় তার স্বামী মো. রোহান (২৬) ও স্বামীর পরকীয়া প্রেমিকা মোছা. বেলি বেগম (২৪)–কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৯ জুলাই) রাতে রাজধানীর সাভার এলাকা থেকে র‌্যাব-১২ বগুড়া ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রোহান বগুড়া সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে এবং বেলি বেগম একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে।

বৃহস্পতিবার (১০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ বগুড়া কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৫ মে রাতে যৌতুকের দাবিতে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর ছুরিকাঘাত করে হত্যা করেন তার স্বামী রোহান। তারা বগুড়ার জহুরুলনগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

ঘটনার পরদিন নিহতের মা বাদী হয়ে বগুড়া সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত রোহান ও তার প্রেমিকা বেলি বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাভার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।