সংবিধান আবর্জনায় পরিণত হয়েছে: এহসানুল হক মিলন

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪
  • ৭৩১ বার পড়া হয়েছে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “বাংলাদেশের সংবিধানকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, তা এখন আবর্জনায় পরিণত হয়েছে।”

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতি গঠনের পথরেখা।”

এ সময় আয়োজক সংস্থাটি রাষ্ট্রে ক্রমবর্ধমান আয় ও সুযোগের বৈষম্য নিরসনের আহ্বান জানায়। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় আর্থিক খাতে আমূল সংস্কার প্রয়োজন, এবং বর্তমান বৈষম্য দূরীকরণ ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়।

পাশাপাশি পুরো আর্থিক খাতে আমুল সংস্কার করার আহ্বানও জানায় সংস্থাটি।

এ সময় বক্তারা বলেন, এখ‌নো অকার্যকর রাষ্ট্র প‌রিনত করার জন‌্য আওয়ামী লীগ কাজ ক‌রে যা‌চ্ছে। সেদিকেই খেয়াল রে‌খে বর্তমান সরকার‌কে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় তারা আরও ব‌লেন, এই সরকার ব‌্যর্থ হ‌লে দেশ আর পথ খু‌জে পা‌বে না।

আলোচনায় প্রধান অতি‌থি ছি‌লেন সা‌বেক বিচারপ‌তি মোহাম্মদ আব্দুর রউফ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সংবিধান আবর্জনায় পরিণত হয়েছে: এহসানুল হক মিলন

আপডেট সময় : ০৭:৪৭:৫০ অপরাহ্ণ, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, “বাংলাদেশের সংবিধানকে যেভাবে কাটাছেঁড়া করা হয়েছে, তা এখন আবর্জনায় পরিণত হয়েছে।”

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সেন্টার ফর সিভিলাইজেশনাল ডায়ালগ আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনার বিষয় ছিল “নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও উন্নত জাতি গঠনের পথরেখা।”

এ সময় আয়োজক সংস্থাটি রাষ্ট্রে ক্রমবর্ধমান আয় ও সুযোগের বৈষম্য নিরসনের আহ্বান জানায়। বক্তারা আরও বলেন, রাষ্ট্রীয় আর্থিক খাতে আমূল সংস্কার প্রয়োজন, এবং বর্তমান বৈষম্য দূরীকরণ ছাড়া উন্নত জাতি গঠন সম্ভব নয়।

পাশাপাশি পুরো আর্থিক খাতে আমুল সংস্কার করার আহ্বানও জানায় সংস্থাটি।

এ সময় বক্তারা বলেন, এখ‌নো অকার্যকর রাষ্ট্র প‌রিনত করার জন‌্য আওয়ামী লীগ কাজ ক‌রে যা‌চ্ছে। সেদিকেই খেয়াল রে‌খে বর্তমান সরকার‌কে কাজ করার আহ্বান জানান তারা। এ সময় তারা আরও ব‌লেন, এই সরকার ব‌্যর্থ হ‌লে দেশ আর পথ খু‌জে পা‌বে না।

আলোচনায় প্রধান অতি‌থি ছি‌লেন সা‌বেক বিচারপ‌তি মোহাম্মদ আব্দুর রউফ।