সিরাজগঞ্জে ট্রাক দূর্ঘটনায় হেলপার নিহত

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০২৪
  • ৭৩৯ বার পড়া হয়েছে

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় অন্তত আরও ৩জন আহত হন।

শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মহাসড়কের নিচে পড়ে ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত মোরসালিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :

সিরাজগঞ্জে ট্রাক দূর্ঘটনায় হেলপার নিহত

আপডেট সময় : ০১:০০:২৬ অপরাহ্ণ, শনিবার, ২৯ জুন ২০২৪

নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোরসালিন ইসলাম (২০) ট্রাকের হেলপার নিহত হয়েছে। এ সময় অন্তত আরও ৩জন আহত হন।

শনিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হরিনচড়া বাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা থেকে সিমেন্টবোঝাই ট্রাক রাজশাহীতে যাওয়ার সময় জেলার উল্লাপাড়া উপজেলার হরিনচড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় মহাসড়কের নিচে পড়ে ট্রাকের হেলপার নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিহত মোরসালিন ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়া ডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি এম এ ওয়াদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজশাহী যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ট্রাকের হেলপার নিহত হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধার করে থানায় আনার চেষ্টা চলছে।