শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

সেমিতে আফগানিস্তান, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিদায়

  • নীলকন্ঠ ডেস্ক: নীলকন্ঠ ডেস্ক:
  • আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪
  • ৭৬৯ বার পড়া হয়েছে

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। তাই আজ বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল আফগানদের।

এমন ম্যাচে খেলতে নেমে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। ডিএলএস মেথডে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৯ ওভারে ১১৪ রান। শান্ত-সাকিবদের হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেছে রশিদ খানের দল। এরই ধারাবাহিকতায় শ্বাসরুদ্ধকর ম্যাচে লাল-সবুজের দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১১৫ রান। ফলে শেষ চার নিশ্চিত করার করার জন্য ১১৬ রানের এই লক্ষ্য বাংলাদেশকে পেরিয়ে যেতে হতো ১২.১ ওভারে। তবে টাইগার ব্যাটাররা এ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় সুযোগ হারায় বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলেও ম্যাচে তখনো চলছিল টানটান উত্তেজনা। টাইগাররা ১২.১ ওভারে ১১৬ রান করতে না পারলেও লিটন দাসের প্রতিরোধে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল লাল-সবুজের দল। আর টাইগারদের জয় মানেই শেষ চার থেকে ছিটকে যাবে আফগানিস্তান, সেমিতে ভারতের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় বাংলাদেশকে অলআউট করতে আপ্রাণ লড়াই করেছেন আফগান বোলাররা। তবে রশিদ-নবীদের চেষ্টা প্রায় ব্যর্থই করে দিয়েছিলেন লিটন দাস। একপ্রান্তে যাওয়া-আসা চলতে থাকলেও অন্যপ্রান্তে টাইগার এই ওপেনার লড়াই করছিলেন একাই। আফগান বোলারদের সামলে দুর্দান্ত এক অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তার চেষ্টা।

জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান, অন্যদিকে আফগানদের প্রয়োজন ছিল কেবল দুই উইকেট। এমন সময়ে ১৮ তম ওভারের চতুর্থ বলে আউট হন তাসকিন। জয়ের জন্য টাইগারদের তখনো প্রয়োজন ৯ রান, হাতে আছে কেবল ১ উইকেট।

এমন সময়ে ক্রিজে লিটনের সঙ্গী হন মোস্তাফিজ। তবে পরের বলেই বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাভীন উল হক। আফগান এই পেসারের বলে বোল্ড হন মোস্তাফিজ। ফলে ৮ রানের দুর্দান্ত এক জয় পায় আফগানিস্তান, একই সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে রশিদ খানের দল।

এদিকে আফগানিস্তানের জয়ে সেমিফাইনালে যাওয়া হলো না অস্ট্রেলিয়ার। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গতকালই শেষ চার নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশকে হারিয়ে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হলেন রশিদ খানরা

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

সেমিতে আফগানিস্তান, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বিদায়

আপডেট সময় : ০২:০০:১১ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৫ জুন ২০২৪

বিশ্বকাপের সুপার এইটে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেয়েছিল আফগানিস্তান। তাই আজ বাংলাদেশকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত ছিল আফগানদের।

এমন ম্যাচে খেলতে নেমে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান করে আফগানিস্তান। ডিএলএস মেথডে জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছিল ১৯ ওভারে ১১৪ রান। শান্ত-সাকিবদের হারিয়ে শেষ চারে জায়গা নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা করেছে রশিদ খানের দল। এরই ধারাবাহিকতায় শ্বাসরুদ্ধকর ম্যাচে লাল-সবুজের দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আফগানিস্তান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে আফগানরা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে করেছিল ১১৫ রান। ফলে শেষ চার নিশ্চিত করার করার জন্য ১১৬ রানের এই লক্ষ্য বাংলাদেশকে পেরিয়ে যেতে হতো ১২.১ ওভারে। তবে টাইগার ব্যাটাররা এ সমীকরণ মেলাতে ব্যর্থ হওয়ায় সুযোগ হারায় বাংলাদেশ।

এদিকে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করতে না পারলেও ম্যাচে তখনো চলছিল টানটান উত্তেজনা। টাইগাররা ১২.১ ওভারে ১১৬ রান করতে না পারলেও লিটন দাসের প্রতিরোধে জয়ের পথে এগিয়ে যাচ্ছিল লাল-সবুজের দল। আর টাইগারদের জয় মানেই শেষ চার থেকে ছিটকে যাবে আফগানিস্তান, সেমিতে ভারতের সঙ্গী হবে অস্ট্রেলিয়া।

এমন অবস্থায় বাংলাদেশকে অলআউট করতে আপ্রাণ লড়াই করেছেন আফগান বোলাররা। তবে রশিদ-নবীদের চেষ্টা প্রায় ব্যর্থই করে দিয়েছিলেন লিটন দাস। একপ্রান্তে যাওয়া-আসা চলতে থাকলেও অন্যপ্রান্তে টাইগার এই ওপেনার লড়াই করছিলেন একাই। আফগান বোলারদের সামলে দুর্দান্ত এক অর্ধশতকও তুলে নিয়েছেন তিনি। তবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তার চেষ্টা।

জয়ের জন্য শেষ দুই ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান, অন্যদিকে আফগানদের প্রয়োজন ছিল কেবল দুই উইকেট। এমন সময়ে ১৮ তম ওভারের চতুর্থ বলে আউট হন তাসকিন। জয়ের জন্য টাইগারদের তখনো প্রয়োজন ৯ রান, হাতে আছে কেবল ১ উইকেট।

এমন সময়ে ক্রিজে লিটনের সঙ্গী হন মোস্তাফিজ। তবে পরের বলেই বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন নাভীন উল হক। আফগান এই পেসারের বলে বোল্ড হন মোস্তাফিজ। ফলে ৮ রানের দুর্দান্ত এক জয় পায় আফগানিস্তান, একই সঙ্গে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে রশিদ খানের দল।

এদিকে আফগানিস্তানের জয়ে সেমিফাইনালে যাওয়া হলো না অস্ট্রেলিয়ার। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে গতকালই শেষ চার নিশ্চিত করেছে ভারত। আজ বাংলাদেশকে হারিয়ে ২ জয়ে চার পয়েন্ট নিয়ে ভারতের সঙ্গী হলেন রশিদ খানরা