টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর এই প্রথমবারের মতো জনসমক্ষে সে বিষয়ে মুখ খুললেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। যুবরাজ সিংয়ের চ্যারিটি ফাউন্ডেশন ‘ইউউইক্যান’-এর একটি বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন তিনি।
বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের উপস্থিতিতে আয়োজিত এই আয়োজনে ছিলেন শচিন তেন্ডুলকার, রবি শাস্ত্রী, ব্রায়ান লারা, কেভিন পিটারসেন, ক্রিস গেইল, আশীষ নেহেরা এবং ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীরসহ পুরো স্কোয়াড।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরব কাপুর।
তিনি কোহলিকে মঞ্চে ডেকে নেন এবং বলেন যে সবাই কোহলিকে মাঠে খুব মিস করছে। সেখানেই অবসর প্রসঙ্গে এক হালকা মন্তব্য করে নিজের ‘নীরবতা’ ভাঙেন বিরাট। বলেন, ‘আমি দুই দিন আগে আমার দাড়িতে রং লাগিয়েছি। যখন চার দিন পরপর দাড়িতে রং লাগাতে হয়, তখন বুঝে নিতে হয় সময় হয়ে গেছে,’—মজার ছলেই বলেন কোহলি।
তার এই মন্তব্যে হাসিতে ফেটে পড়ে গোটা অডিটোরিয়ামটেস্ট অবসর প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও, সাবেক কোচ রবি শাস্ত্রীর প্রসঙ্গ টেনে আবেগে ভাসান বিরাট। ‘ওনার (রবি শাস্ত্রী) সঙ্গে যদি কাজ না করতাম, তাহলে টেস্ট ক্রিকেটে যেটা করেছি, সেটা সম্ভব হতো না। আমাদের মধ্যে যে স্পষ্টতা ছিল, সেটা দুর্লভ। উনি সামনে থেকে সব চাপ সামলেছেন, আমি শুধু ক্রিকেটে মন দিতে পেরেছি।
ওনাকে সব সময় সম্মান করি,’—বলেন তিনি।