এনবিআরে বাজেট প্রস্তাব আহ্বান !

  • amzad khan
  • আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এজন্য আগামী ৯ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের সফট কপি এনবিআরের ই-মেইলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল সোমবার দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এ মর্মে একটি চিঠি দিয়েছে এনবিআর। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআরের প্রথম সচিব (কর পরীক্ষণ ও প্রশিক্ষণ) ও প্রধান বাজেট সমন্বয়কারী আবু মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে আগামী ৯ মার্চের মধ্যে লিখিতভাবে স্ব স্ব বাজেট প্রস্তাব এফবিসিসিআইর কাছে পাঠাতে অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইল (nbrbudget2017@gmail.com) এর মাধ্যমে এনবিআরে পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়েছে, চেম্বার ও অ্যাসোসিয়েশনের পাঠানো প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এর আগে প্রতিবছরের মতো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অনুবিভাগ থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ, কাস্টমস স্টেশন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাছে বাজেট প্রস্তাব এবং সুপারিশমালা চাওয়া হয়।প্রতি বছরের জুন মাসে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী জাতীয় বাজেট প্রস্তাব ঘোষণা করে থাকেন। এরপর বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সংযোজন-বিয়োজন করে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

এনবিআরে বাজেট প্রস্তাব আহ্বান !

আপডেট সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ণ, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

২০১৭-১৮ অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এজন্য আগামী ৯ মার্চের মধ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে লিখিতভাবে স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) কাছে পাঠাতে বলা হয়েছে। একই সঙ্গে প্রস্তাবের সফট কপি এনবিআরের ই-মেইলে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

গতকাল সোমবার দেশের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনকে এ মর্মে একটি চিঠি দিয়েছে এনবিআর। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এনবিআরের প্রথম সচিব (কর পরীক্ষণ ও প্রশিক্ষণ) ও প্রধান বাজেট সমন্বয়কারী আবু মো. কামরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান করে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে আগামী ৯ মার্চের মধ্যে লিখিতভাবে স্ব স্ব বাজেট প্রস্তাব এফবিসিসিআইর কাছে পাঠাতে অনুরোধ করা হলো। একই সঙ্গে প্রস্তাবের আরেকটি সফট কপি ই-মেইল (nbrbudget2017@gmail.com) এর মাধ্যমে এনবিআরে পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়েছে, চেম্বার ও অ্যাসোসিয়েশনের পাঠানো প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। তবে যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি উল্লিখিত ই-মেইলের মাধ্যমে বাজেট প্রস্তাব পাঠাতে পারবে।

এর আগে প্রতিবছরের মতো মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অনুবিভাগ থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজ, কাস্টমস স্টেশন, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কাছে বাজেট প্রস্তাব এবং সুপারিশমালা চাওয়া হয়।প্রতি বছরের জুন মাসে জাতীয় সংসদ অধিবেশনে অর্থমন্ত্রী জাতীয় বাজেট প্রস্তাব ঘোষণা করে থাকেন। এরপর বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সংযোজন-বিয়োজন করে বাজেট প্রস্তাব চূড়ান্ত করা হয়।