ঐতিহাসিক নাসা প্যাড থেকে মনুষ্যবিহীন কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  • ৭৫৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করা নভোচারীদের কাছে খাদ্য ও যন্ত্রসামগ্রী পাঠাতে স্পেসএক্স মনুষ্যবিহীন একটি মহাকাশ যান উৎক্ষেপণ করছে। ঐতিহাসিক নাসা প্যাড থেকে আজ শনিবার এটি উৎক্ষেপণ করা হবে।

কেপ কানাভারালের লাঞ্চপ্যাড ৩৯ এ থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে ড্রাগন নামের কার্গোযানটির উৎক্ষেপণ করা হবে। সোমবার সকাল নাগাদ কার্গোযানটি মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে। এর আগে এটি দু’দিন কক্ষ পথে পরিভ্রমণ করবে।
১৯৬০ ও ১৯৭০’র দশকে চাঁদে মার্কিন মহাকাশ সংস্থার মিশনের জন্য এটি নির্মাণ করা হচ্ছে।
স্পেসএক্স নাসার সাথে আলোচনা করে ২০১৩ সালে লাঞ্চপ্যাডটি ইজারা নেয়।

স্পেসএক্সের চীফ অপারেটিং অফিসার জিনি শটওয়েল জানান, ২০১৮ সালের মধ্যে মহাকাশে নভোচারী পাঠানোর জন্য এটিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়। আধুনিক মহাকাশ যান পাঠানোর মতো করে একে উপযোগী করতে কোম্পানির ১০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় ভুল প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিবসহ ৬ জনকে অব্যাহতি

ঐতিহাসিক নাসা প্যাড থেকে মনুষ্যবিহীন কার্গোযান পাঠাচ্ছে স্পেসএক্স !

আপডেট সময় : ০৫:৪২:০৬ অপরাহ্ণ, শনিবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে অবস্থান করা নভোচারীদের কাছে খাদ্য ও যন্ত্রসামগ্রী পাঠাতে স্পেসএক্স মনুষ্যবিহীন একটি মহাকাশ যান উৎক্ষেপণ করছে। ঐতিহাসিক নাসা প্যাড থেকে আজ শনিবার এটি উৎক্ষেপণ করা হবে।

কেপ কানাভারালের লাঞ্চপ্যাড ৩৯ এ থেকে স্থানীয় সময় সকাল ১০টা ১ মিনিটে ড্রাগন নামের কার্গোযানটির উৎক্ষেপণ করা হবে। সোমবার সকাল নাগাদ কার্গোযানটি মহাকাশ কেন্দ্রে পৌঁছাবে। এর আগে এটি দু’দিন কক্ষ পথে পরিভ্রমণ করবে।
১৯৬০ ও ১৯৭০’র দশকে চাঁদে মার্কিন মহাকাশ সংস্থার মিশনের জন্য এটি নির্মাণ করা হচ্ছে।
স্পেসএক্স নাসার সাথে আলোচনা করে ২০১৩ সালে লাঞ্চপ্যাডটি ইজারা নেয়।

স্পেসএক্সের চীফ অপারেটিং অফিসার জিনি শটওয়েল জানান, ২০১৮ সালের মধ্যে মহাকাশে নভোচারী পাঠানোর জন্য এটিকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়। আধুনিক মহাকাশ যান পাঠানোর মতো করে একে উপযোগী করতে কোম্পানির ১০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়।