শিরোনাম :
Logo নারী বিষয়ক সংস্কারের বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন Logo শেরপুরে কমেছে নদ-নদীর পানি, কৃষকদের মাঝে স্বস্তি Logo পাচার অর্থ ফেরত আসার হার ১০০ তে এক টাকা: জাহিদ হোসেন Logo ভোটকেন্দ্র স্থাপন ও আচরণবিধি নিয়ে আজ ইসির বৈঠক Logo ঈদযাত্রা : ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু Logo গাজায় খাদ্যসংকটে ৩২৬ জনের মৃত্যু, ঝুঁকিতে ১৪ হাজার শিশু Logo শেরপুরে মহারশি নদীর বাধে ফাটল ও ভাঙন; উদ্ধিগ্ন স্থানীয়রা Logo রাবির আইন অনুষদে ‘সাংবিধানিক অধিকার ও প্রতিকার’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত Logo ইবিতে বৈদ্যুতিক উপকেন্দ্র স্থাপনের চুক্তি স্বাক্ষরিত Logo সমাজ ও ধর্মবিরোধী নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে মানসুর আহমদ সাকী

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮
  • ৭৪১ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

নারী বিষয়ক সংস্কারের বিতর্কিত সুপারিশমালা বাতিলের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নবীগঞ্জে আদালতের আদেশ অমান্য করে বিল্ডিং নির্মান

আপডেট সময় : ০৭:০৬:৩৬ অপরাহ্ণ, রবিবার, ৪ মার্চ ২০১৮

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় নিরিহ লোকেরা তাদের পিতৃ সম্পত্তি রক্ষা করতে আইনের আশ্রয় নিয়ে ও কোন সুফল পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। প্রতিপক্ষ লোকেরা আদালতের আদেশকে অমান্য করে ছল-চাতুরির মাধ্যমে বিল্ডিং নির্মানে ব্যস্ত রয়েছে। সুত্রে প্রকাশ ওই উপজেলার দীঘলবাক ইউনিয়নের ফাদুল্লা গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র ও কন্যাদের পিতৃ সম্পত্তি ফাদুল্লা মৌজার এসএ খতিয়ান ২১০ আরএস খতিয়ান ২৫১ এসএ দাগনং ১৪১,১৪৪ আরএস দাগ নং ১১৩ এতে ৪৬ শতাংশ বোর ও আমন রকম ভুমি রয়েছে। ওই ভুমির দিকে কুদৃষ্টি পড়ে এবং ভুমি তাদের বলে দাবি করেন একই গ্রামের মৃত নাজিম উল্লার পুত্র ও কনর মিয়া, বিলাল মিয়া,জাবেল মিয়া,কন্যা আফিয়া বেগম, রাজিয়া বেগম, রুহেনা খাতুন,সালমা বেগম,সিদ্দিকা বেগম,ওয়াহিদা বেগম ও নাজিম উল্লার স্ত্রী চমকতারা বিবি। তারা ঐক্যজোট হয়ে ওই সম্পত্তি আত্মসাত করার পাঁয়তারা করেন। এতে হবিগঞ্জ আদালতের শরনাপন্ন হন ভুমির মাািলক মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র আব্দুল নুর ও সমসুর নুর গংরা। তারা গত ২৮ শে ফেব্রæয়ারি হবিগঞ্জ বিজ্ঞ আদালতে সম্পদ রক্ষার জন্য মামলা দায়ের করেন।আদালত তাদের মামলাটি আমলে নিয়ে বিশ দিনের মধ্যে জবার প্রদান এবং ওই ভুমিতে আসমীদের কাজ না করার নিষেদাজ্ঞা জারি করেন। কিন্তু মামলার সংবাদ শোনে প্রতিপক্ষ কনর মিয়া, বিলাল মিয়া, জাবেল মিয়াগং ঐক্যজোট হয়ে ওই ভুৃমিতে ছল-চাতুরী করে বিল্ডিং নির্মান করছেন বলে অভিযোগ করেন সমসুর নুর মিয়া ও তার পক্ষের লোকজন।