মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সকাল ৮টা থেকে বিরতীহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে হান্নান-শিমন প্যানেলের জাহিদ ইকবাল শিমন ও কোষাধ্যক্ষ পদে একই প্যানেলের সাজ্জাদুর রহমান মিলন জয়লাভ করেছে। সাধারণ সম্পাদক পদে জাহিদ ইকবাল শিমন ৪১৪ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দী সোয়েব রহমান পেয়েছেন ৩৪০ ভোট। অপর প্রার্থী সালাউদ্দিন ভোলা ১৩২ ভোট পান। এদিকে কোষাধ্যক্ষ পদে মাত্র ১ ভোটের ব্যবধানে সাজ্জাদুর রহমান মিলন জয়ী হন। তিনি পান ৪৩৭ ভোট। অপর প্রার্থী ইসলাফিল হোসেন পান ৪৩৬ ভোট। এর রিপোর্ট লেখা পর্যন্ত নির্বাহী সদস্য পদে ভোট গননা চলছে।
মঙ্গলবার
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ