মো.ফরিদ উদ্দিন, লামা প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় শুদ্ধভাবে দলগত জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুইদিন ব্যাপী পরিষদ সভাকক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায়ের মাধ্যমিক, প্রাথমিক ও মাদ্রাসা পর্যায়ে শুদ্ধভাবে জাতীয় সংগীত চর্চাকে অনুপ্রাণিত করার লক্ষ্যে সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে সোমবার সকালে প্রতিযোগিতার উদ্বোধন করেন, নির্বাহী অফিসার খিনওয়ান নু। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ভূইঁয়া, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশীষ কুমার মহাজন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জোবাইরা বেগম, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম ইমতিয়াজ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন- বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষক, সংগীত শিল্পী-প্রশিক্ষকগণ। উদ্বোধনী অনুষ্টানে বক্তারা বলেন, এ ধরণের প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা স্বদেশ প্রেম, সৎ, যোগ্য, চরিত্রবান ও মেধাবী শিক্ষার্থী হিসেবে তৈরী হবে।
মঙ্গলবার
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ