ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলাবাড়ীয়া এলাকা থেকে গোপন বৈঠক করার সময় ৭ টি হাতবোমাসহ জামায়াতের ২ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-বলাবাড়ীয়া গ্রামের মৃত এলাহী মন্ডলের ছেলে শামসুল ইসলাম ও একই গ্রামের মৃত ইউনুচ আলী ছেলে আশাদুল বিশ্বাস। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে বলাবাড়ীয়া গ্রামের একটি পরিত্যক্ত ইটভাটায় জামায়াতের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায়। এসময় জামায়াতের অন্যান্য সদস্যরা পালিয়ে গেলে ঘটনস্থল থেকে ওই ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় নাশকতার একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রবিবার
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ