মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক হিসেবে মুঃ মিজানুর রহমান যোগদান করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) চাঁদপুর জেলা কার্যালয়ের উপ- পরিচালক মোহাম্মদ মুস্তাফিজ রহমান এর কাছ থেকে তিনি দায়িত্ব বুঝে নেন।
মুঃ মিজানুর রহমান ২০০১ সালে তার পেশাগত জীবন শুরু করেন। ইতোপূর্বে তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হেডকোয়ার্টার, ব্রাহ্মণবাড়িয়া ও মেহেরপুর জেলায় সৎ এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মনে করেন তার নেতৃত্বে প্রবৃদ্ধি ও উদ্ভাবনী কার্যক্রমকে আরো গতিশীল হবে এবং চাঁদপুরকে জেলা মাদক নির্মূলে নতুন দিগন্ত উন্মোচন করবে।
মুঃ মিজানুর রহমান বলেন, মানুষ বিভিন্ন দুশ্চিন্তা ও হতাশাগ্রস্ত থেকে ধীরে ধীরে মাদকাসক্তের দিকে এগিয়ে যায়। আবার অনেকেই দেখা যায় কোন কাজে সফলতায় পৌঁছাতে না পেরে মাদকাসক্ত জড়িয়ে পড়ে। আমাদের এসব থেকে বেরিয়ে আসতে হবে।
মাদক-কে না বলতে হবে, মাদক থেকে দূরে থাকতে হবে। সামনের অনাগত ভবিষ্যৎ এবং নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হলে মাদক থেকে সর্বদা দূরে থাকতে হবে।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর জন্ম ঢাকায়। চাঁদপুর জেলায় দায়িত্ব পালনে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।