মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সরকারি কলেজের এক ছাত্রীকে লাঞ্চিত করার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ করেছে সরকারী কলেজ কলেজের শিক্ষার্থীরা। এ ঘটনায় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে ঘন্টা ব্যাপী বাস চলাচল বন্ধ থাকে। গতকাল মঙ্গলবার দুপুরে সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেলের নেতৃত্বে এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এসময় জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক সাজেদুর রহমান সেতু, সরকারী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফয়সাল হোসেনসহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে বিচারের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
শিক্ষার্থীরা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কে কলেজের এক ছাত্রী হাফভাড়া দিলে তা নিতে অস্বকৃতি জানান সুপারভাইজার। পরে সুপারভাইজার ছাত্রীকে বাসে ভিতর ধাক্কা দেয়। এই ঘটনাটি জানাজানি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, শিক্ষার্থী ও বাসমালিকদের সমিতির নেতাদের সাথে কথা বলে বিচারের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন। পরে বাস চলাচল স্বাভাবিক হয়।
সন্ধ্যায় সদর থানায় শিক্ষার্থীদের সাথে বিচারের বসেন জেলা বাস মালিক ও জেলা মটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা। শ্রমিকদের পক্ষথেকে এধরনের ঘটনা ভবিষ্যতে আর হবে না বলে আশ্বাস দেন তারা। এসময় জেলা পরিষদের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মো: গোলাম রসুল, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারন সম্পাদক মতিয়ার হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, সাংগঠানিক সম্পাদক সাজেদুর রহমান সেতু, সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি কুদরত ই খুদা রুবেল, সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ