মেহেরপুর সংবাদদাতা, ২১শে নভেম্বর ॥ মেহেরপুরের যাদবপুরে ট্রাকের ধাক্কায় আকবর আলী (৫০) নামের এক আলগামন চালক নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর শহরের হোটেলবাজার এলাকার যাদপপুর সড়কে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাক চালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আকবর আলী সদর উপজেলার গোভিপুর গ্রামের মৃত ইছাহাক আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্যালো ইঞ্জিন চালিত যান আলগামন নিয়ে মেহেরপুর শহরে ভাড়ায় যাচ্ছিলেন আকবর আলী। যাদবপুর গ্রামের সড়ক অতিক্রম করার সময় পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। আলগামন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় আকবর। স্থানীয়রা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করেছে স্থানীয়রা।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ট্রাক চালক ফাহিম বিশ্বাসকে আটক করা হয়েছে। ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে এখনো কোন অভিযোগ দেয়নি নিহতের পরিবার।
সোমবার
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ