শিরোনাম :
Logo প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম Logo নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় : প্রেস সচিব Logo পাবিপ্রবিতে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করে পুলিশের হাতে সোপর্দ Logo সোহরাওয়ার্দী মেডিকেলের নাম খালেদা জিয়ার নামে করার চেষ্টা; শিক্ষার্থীদের প্রতিবাদ Logo আন্দোলনের নামে জবির মেডিক্যাল দখল শিক্ষার্থীদের Logo চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে মাসব্যাপী খাবার পানি-স্যালাইন বিতরণ Logo চাঁদপুরে জুলাই যোদ্ধাদের মাঝে ৫৯ লাখ টাকার চেক বিতরণ Logo জাবি ভর্তিতে অসচ্ছল শিক্ষার্থীর পাশে ছাত্রদল নেতা হিরন Logo ফেসবুকে চাঁদপুরের ইলিশ বিক্রির বিজ্ঞাপন থেকে সাবধান, টাকা নিয়েই করে দিচ্ছে ব্লক Logo বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান, ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহকে আইইবি স্বীকৃতি প্রদানের দাবি

৩ দিন পর কবর চিল্লা থেকে উঠলেন নবীগঞ্জের ‘জিন্দা বাবা’

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৭৩৭ বার পড়া হয়েছে
মো: সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জে তিনদিন কবরে থাকার পর  মঙ্গলবার দুপুর ১২ টায় ৭০ বছর বয়সী ‘জিন্দা বাবা’ কে জীবিত অবস্থায় কবর থেকে তুলা হয়েছে। গত শনিবার রাতে জিন্দা শাহ নামের ওই কথিত পীর স্বেচ্ছায় কবরে অবস্থান নিয়েছিলো। ওই বৃদ্ধের নাম জিতু মিয়া হলেও সবাই তাঁকে ‘জিন্দাবাবা’ নামে চিনে।
জিতু মিয়া ওরপে জিন্দা বাবা এর আগেও একাধিকবার হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কবরবাসে গিয়ে আলোচনায় এসেছিলেন।
‘জিন্দা বাবা’ দাবী করছেন, গত ৪৫ বছর ধরে তিনি ভারতসহ দেশের বিভিন্ন মাজারে গিয়ে‘সাধনা’ করেছেন। তিনি হবিগঞ্জ শহরতলীর মরহুম আধ্যাত্মিক সাধক দেওয়ান মাহবুব রাজার ভক্ত। মাহবুব রাজার কাছ থেকে ‘চিল্লা’য় যাওয়ার নির্দেশ পেয়েছেন তিনি। ‘চিল্লা’ মানে তার ভাষ্যে- ‘কবরে প্রবেশ করা’ । জিন্দা বাবা বলেন, ‘এর আগে ১১ বার আমি চিল্লায় গিয়েছি। আর এটাই আমার শেষ চিল্লা।’
এর আগে জিন্দা শাহ হাত-পা বাঁধা অবস্থায় পুকুরের পানিতে ভেসে বেড়িয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন।
এদিকে গত শনিবার রাত ৩ ঘটিকার সময় নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামস্থ তার নিজ বাড়ির ঘরের ভিতরে কবর কনন করে ‘জিন্দাবাবা’ স্বেচ্ছায় কবরবাসে যান। কবরবাসে যাওয়ার আগে একটি চিরকুটে লিখে রেখেছিলেন, মঙ্গলবার দুপুর ১২ টার সময় যেন তাকে কবর থেকে তুলা হয়। তার কথা মতো আজ  মঙ্গলবার দুপুর ১২ টার সময় কবর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে জিন্দাবাবার কবর চিল্লা আজগবি খবরে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।   বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা জিন্দা বাবাকে দেখার জন্য ভীড় জমায় তার বাড়িতে।
তবে ইসলাম ধর্মে এসব কবর চিল্লার নামে কোন কিছ নেই এবং এসব ইসলামের নামে তামাশা বলেও মন্তব্য করছেন নবীগঞ্জ ইসলামিক রিচার্স সেন্টারের চেয়ারম্যান শায়খ মাওলানা আব্দুর রকীব হক্কানি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে প্রস্তুত চট্টগ্রাম

৩ দিন পর কবর চিল্লা থেকে উঠলেন নবীগঞ্জের ‘জিন্দা বাবা’

আপডেট সময় : ০৫:১০:৫৩ অপরাহ্ণ, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
মো: সুমন আলী খাঁন, নবীগঞ্জ থেকে ॥ হবিগঞ্জের নবীগঞ্জে তিনদিন কবরে থাকার পর  মঙ্গলবার দুপুর ১২ টায় ৭০ বছর বয়সী ‘জিন্দা বাবা’ কে জীবিত অবস্থায় কবর থেকে তুলা হয়েছে। গত শনিবার রাতে জিন্দা শাহ নামের ওই কথিত পীর স্বেচ্ছায় কবরে অবস্থান নিয়েছিলো। ওই বৃদ্ধের নাম জিতু মিয়া হলেও সবাই তাঁকে ‘জিন্দাবাবা’ নামে চিনে।
জিতু মিয়া ওরপে জিন্দা বাবা এর আগেও একাধিকবার হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে কবরবাসে গিয়ে আলোচনায় এসেছিলেন।
‘জিন্দা বাবা’ দাবী করছেন, গত ৪৫ বছর ধরে তিনি ভারতসহ দেশের বিভিন্ন মাজারে গিয়ে‘সাধনা’ করেছেন। তিনি হবিগঞ্জ শহরতলীর মরহুম আধ্যাত্মিক সাধক দেওয়ান মাহবুব রাজার ভক্ত। মাহবুব রাজার কাছ থেকে ‘চিল্লা’য় যাওয়ার নির্দেশ পেয়েছেন তিনি। ‘চিল্লা’ মানে তার ভাষ্যে- ‘কবরে প্রবেশ করা’ । জিন্দা বাবা বলেন, ‘এর আগে ১১ বার আমি চিল্লায় গিয়েছি। আর এটাই আমার শেষ চিল্লা।’
এর আগে জিন্দা শাহ হাত-পা বাঁধা অবস্থায় পুকুরের পানিতে ভেসে বেড়িয়ে তোলপাড় সৃষ্টি করেছিলেন।
এদিকে গত শনিবার রাত ৩ ঘটিকার সময় নবীগঞ্জ পৌর এলাকার তিমিরপুর গ্রামস্থ তার নিজ বাড়ির ঘরের ভিতরে কবর কনন করে ‘জিন্দাবাবা’ স্বেচ্ছায় কবরবাসে যান। কবরবাসে যাওয়ার আগে একটি চিরকুটে লিখে রেখেছিলেন, মঙ্গলবার দুপুর ১২ টার সময় যেন তাকে কবর থেকে তুলা হয়। তার কথা মতো আজ  মঙ্গলবার দুপুর ১২ টার সময় কবর থেকে তাকে জীবিত উদ্ধার করা হয়।
এদিকে জিন্দাবাবার কবর চিল্লা আজগবি খবরে উপজেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে।   বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা জিন্দা বাবাকে দেখার জন্য ভীড় জমায় তার বাড়িতে।
তবে ইসলাম ধর্মে এসব কবর চিল্লার নামে কোন কিছ নেই এবং এসব ইসলামের নামে তামাশা বলেও মন্তব্য করছেন নবীগঞ্জ ইসলামিক রিচার্স সেন্টারের চেয়ারম্যান শায়খ মাওলানা আব্দুর রকীব হক্কানি।