লামা প্রতিনিধি: লামায় প্রতিদিনের ন্যায় বাণিজ্যিক ভিত্তিতে অন্যত্র পাচারকালে ২৪ লিটার চোলাই মদ সহ দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকালে লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি চৌমনী মোড় থেকে মনোয়ারা বেগম (৪০) ও লায়লা বেগম আয়েশা (৪৫) কে মদসহ আটকক করা হয়।উভয় নারী লামা পার্শ^বর্তী চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড সিকদার পাড়ার বাসিন্দা তারা জানায়।
সুত্রে জানা গেছে, মদ পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। লামা-চকরিয়া সড়কের লাইনঝিরি চৌমুনি মোড়স্থ বাস কাউন্টারের সামনে থেকে সন্দেহভাজন দুই নারী মনোয়ারা বেগম ও লায়লা বেগম আয়েশা আটক করা হয়। আটকের পর নারী পুলিশ সদস্য কর্তৃক তাদের দেহ তলাশী করে দুইজনের শরীর থেকে পলিথিনে মোড়ানো ৩লিটার করে ৮টি প্যাকেট উদ্ধার করা হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, ২৪ লিটার মদ সহ তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি নেয়া হয়েছে। আটক দুইজনের নামে লামা থানায় পূর্বেও ৩টি করে মাদক পাচারের মামলা রয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে।
লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, দুই নারীকে মদ সহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন এবং আটক ব্যক্তিদের অনেকক্ষন জিজ্ঞাসাবাদ করলেও তারা মাদক ব্যবসায়ীদের নাম পরিচয় বলতে অনিহা প্রকাশ করায় মূল ব্যবসায়ীদের আইনের আওতায় আনা যাচ্ছেনা।
রবিবার
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ