দিনাজপুরে ওসি সহ ৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

  • Nil Kontho
  • আপডেট সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭
  • ৭৪১ বার পড়া হয়েছে

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ রেদওয়ানুর রহিমসহ ৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর শহর ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি। অন্য পুলিশ সদস্যরা হলেন- কমিউনিটি পুলিশিং এর ইন্সপেক্টর মমিনুল ইসলাম ও কোতয়ালী থানার এস.আই আব্দুল মালেক।
দিনাজপুর শহরের ৫নং ওয়ার্ডে ২৯ অক্টোবর রোববার রাতে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম, ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং কমিটির উপদেষ্ট ফেরদৌস সরকার প্রমুখ। ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহ ওমর ফারুক আজমের প্রানবন্ত উপস্থাপনায় ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় ওসি রেদওয়ানুর রহিম বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, দুর্নীতি নির্মুলে পুলিশ সর্বদা বদ্ধ পরিকর। পুলিশের এ কাজে প্রয়োজন সকলের ঐকান্তিক সহযোগিতা। তিনি বলেন, আজ দেখা যায়- স্কুলের ৯ম-১০ম শ্রেণির ছাত্রীরা কতিপয় বখাটেদের নানা হয়রানির শিকার হয়। তাদেরকে ওই হেনস্তা থেকে বাঁচাতেও পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এই মেয়েরা তো আমাদেরই কারো মেয়ে অথবা আমাদেরই কারো বোন। তাহলে এরা হয়রানির শিকার হবে কেন? এদের রক্ষা করার দায়িত্ব আপনার-আমার-আমাদের সকলের। সবাই মিলে এ সমস্যা দুরীভূত করতে হবে। বিশেষ করে অভিভাবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ওসি বলেন, এ ধরণের যে কোন সমস্যা হলে সাথে সাথে কোতয়ালী থানায় যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতেও প্রয়োজন সকলের সহযোগিতা। কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যদের এ ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।

ট্যাগস :

দিনাজপুরে ওসি সহ ৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা

আপডেট সময় : ০৯:৪৭:৪০ অপরাহ্ণ, সোমবার, ৩০ অক্টোবর ২০১৭

এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি- দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোঃ রেদওয়ানুর রহিমসহ ৩ পুলিশ সদস্যকে সংবর্ধনা প্রদান করেছে দিনাজপুর শহর ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটি। অন্য পুলিশ সদস্যরা হলেন- কমিউনিটি পুলিশিং এর ইন্সপেক্টর মমিনুল ইসলাম ও কোতয়ালী থানার এস.আই আব্দুল মালেক।
দিনাজপুর শহরের ৫নং ওয়ার্ডে ২৯ অক্টোবর রোববার রাতে কমিউনিটি পুলিশিং কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সহ-সভাপতি মোঃ হারুন-অর-রশিদ। উপস্থিত ছিলেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) মোঃ ফখরুল ইসলাম, ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশং কমিটির উপদেষ্ট ফেরদৌস সরকার প্রমুখ। ৫নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক শাহ ওমর ফারুক আজমের প্রানবন্ত উপস্থাপনায় ওসিসহ ৩ পুলিশ সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় ওসি রেদওয়ানুর রহিম বলেন, সমাজ থেকে মাদক, ইভটিজিং, দুর্নীতি নির্মুলে পুলিশ সর্বদা বদ্ধ পরিকর। পুলিশের এ কাজে প্রয়োজন সকলের ঐকান্তিক সহযোগিতা। তিনি বলেন, আজ দেখা যায়- স্কুলের ৯ম-১০ম শ্রেণির ছাত্রীরা কতিপয় বখাটেদের নানা হয়রানির শিকার হয়। তাদেরকে ওই হেনস্তা থেকে বাঁচাতেও পুলিশ আন্তরিকভাবে কাজ করছে। এই মেয়েরা তো আমাদেরই কারো মেয়ে অথবা আমাদেরই কারো বোন। তাহলে এরা হয়রানির শিকার হবে কেন? এদের রক্ষা করার দায়িত্ব আপনার-আমার-আমাদের সকলের। সবাই মিলে এ সমস্যা দুরীভূত করতে হবে। বিশেষ করে অভিভাবকদের বিশেষ ভূমিকা পালন করতে হবে। ওসি বলেন, এ ধরণের যে কোন সমস্যা হলে সাথে সাথে কোতয়ালী থানায় যোগাযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে বাঁচাতেও প্রয়োজন সকলের সহযোগিতা। কমিউনিটি পুলিশিং কমিটির সকল সদস্যদের এ ক্ষেত্রে আরো জোরালো ভূমিকা পালন করতে হবে।