শিরোনাম :
Logo কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে Logo কেটিএমের নতুন বাইক ভারতের বাজারে আসবে কাল! Logo আপনারেই কিন্তু রিপেয়ার করে দিব, নির্বাহী প্রকৌশলীকে স্বরাষ্ট্র উপদেষ্টা Logo জুলাইয়ের আকাঙ্ক্ষা নিয়ে আসছে নতুন রাজনৈতিক দল, নাম নির্ধারণ Logo জিয়াউর রহমান বেঁচে থাকলে ইসরায়েল এমন অপকর্মের সাহস পেত না: মির্জা আব্বাস Logo মঙ্গল শোভাযাত্রা হিন্দুদের জন্মাষ্টমীর ধর্মাচার: হেফাজত Logo ছিনতাইকারীর কবলে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী Logo চট্টগ্রাম বোর্ডে এসএসসির বাংলা পরীক্ষায় অনুপস্থিত ১১৭৩ জন Logo যথাসময়ে নামাজ পড়ার পুরস্কার Logo ইসলামের দৃষ্টিতে চুপ থাকা

বছরের শুরুতে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার !

  • amzad khan
  • আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭
  • ৭৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

শাহরুখের সঞ্চালনায় ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হল ৬২তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। একদিকে যেমন সেরা অভিনেতার খেতাব পেলেন আমির। অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গীতের জন্য তিনটি পুরস্কার অ্যায় দিল হে মুশকিল। আর জীবনকৃতি সম্মানে সম্মানিত শত্রুঘ্ন সিন্হা।

সেরা অভিনেতা আমির খান। সেরা ছবি দঙ্গল। দঙ্গলের জন্য সেরা পরিচালক নীতিশ তিওয়ারি। সঙ্গে দঙ্গলে সেরা অ্যাকশনের জন্য পুরস্কৃত শ্যাম কুশল। এইভাবেই বছর শুরুর প্রথম মাসে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার। চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিল আমির অভিনীত সিনেমা হলে রেকর্ড গড়া এই ছবি। উড়তা পঞ্জাবে জন্য সেরা অভিনেত্রীর খেতাব আলিয়া ভাটের মুকুটে। শ্রীদেবীর হাত থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। পাশাপাশি এই ছবির জন্য ক্রিটিক চয়েসে সেরা অভিনেতা শাহিদ কাপুর। ছবিটি জিতেছে আরও দুটি পুরস্কার।

ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম হলেন সেরা অভিনেত্রী। সেরা ছবি নীরজা। সেরা সহ অভিনেত্রী শাবানা আজমি। সেরা সম্পাদনা ও সেরা সিনেমাটোগ্রাফি। প্রত্যাশা মতই নীরজার ঝুলিতে এল পাঁচটি পুরস্কার। পাঁচটি পুরস্কার কাপুর অ্যান্ড সনস ছবিরও। সেরা স্ক্রিন প্লে, সেরা গল্প, সেরা ব্যাকগ্রাউন্স স্কোর। সকলকে পিছনে ফেলে ঋষি কাপুর তার অভিনয়ের জন্য ছিনিয়ে নিলেন সেরা সহ অভিনেতার সম্মান। আবার আদিল শেখ পুরস্কৃত  কাপুর অ্যান্ড সনসের কর গয়ি চুল গানে কোরিওগ্রাফির জন্য।

অনিরুদ্ধ রায়চৌধুরির পিঙ্ক এত ছবির মাঝেও ছিনিয়ে নিল সেরা ডায়লগের খেতাবটি। লাইফটাইম পুরস্কারে পুরস্কৃত শত্রুঘ্ন সিনহা। অ্যায় দিল হ্যায় মুশকিলের জন্য সেরা অ্যালবামের ট্রফি ব্যাগে পুরলেন প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইট্রেল ট্র্যাকের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার অরিজিত্‍ সিং। চান্না মেরেয়া গানের জন্য সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য। সঙ্গে আর ডি বর্মন নতুন মিউজিক ট্যালেন্ট লিস্টে বুল্লেয়া গানের জন্য ট্রফি হাতে অমিত মিশ্র। সুলতানের ঝুলিতে একটি পুরস্কার। জাগ ঘুমিয়ে গানের জন্য সেরা প্লে-ব্যাক গায়িকা নেহা ভাসিন। আমির, সালমান পুরস্কৃত। পুরস্কৃত হল শাহরুখের ছবিও সেরা ভিশ্যুয়াল এফেক্টসে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কর্মস্থলে অনুপস্থিত কর্মচারীকে বেতনসিটে উপস্থিতি দেখিয়ে বেতন বিল তৈরির অভিযোগ যবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে

বছরের শুরুতে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার !

আপডেট সময় : ০২:১৩:৫০ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৭ জানুয়ারি ২০১৭

নিউজ ডেস্ক:

শাহরুখের সঞ্চালনায় ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হল ৬২তম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডস। একদিকে যেমন সেরা অভিনেতার খেতাব পেলেন আমির। অভিনেত্রী আলিয়া ভাট। সঙ্গীতের জন্য তিনটি পুরস্কার অ্যায় দিল হে মুশকিল। আর জীবনকৃতি সম্মানে সম্মানিত শত্রুঘ্ন সিন্হা।

সেরা অভিনেতা আমির খান। সেরা ছবি দঙ্গল। দঙ্গলের জন্য সেরা পরিচালক নীতিশ তিওয়ারি। সঙ্গে দঙ্গলে সেরা অ্যাকশনের জন্য পুরস্কৃত শ্যাম কুশল। এইভাবেই বছর শুরুর প্রথম মাসে দঙ্গলের ঝুলিতে প্রথম পুরস্কার। চারটি ফিল্ম ফেয়ার পুরস্কার জিতে নিল আমির অভিনীত সিনেমা হলে রেকর্ড গড়া এই ছবি। উড়তা পঞ্জাবে জন্য সেরা অভিনেত্রীর খেতাব আলিয়া ভাটের মুকুটে। শ্রীদেবীর হাত থেকে এই পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত আলিয়া। পাশাপাশি এই ছবির জন্য ক্রিটিক চয়েসে সেরা অভিনেতা শাহিদ কাপুর। ছবিটি জিতেছে আরও দুটি পুরস্কার।

ক্রিটিক চয়েসে নীরজার জন্য সোনম হলেন সেরা অভিনেত্রী। সেরা ছবি নীরজা। সেরা সহ অভিনেত্রী শাবানা আজমি। সেরা সম্পাদনা ও সেরা সিনেমাটোগ্রাফি। প্রত্যাশা মতই নীরজার ঝুলিতে এল পাঁচটি পুরস্কার। পাঁচটি পুরস্কার কাপুর অ্যান্ড সনস ছবিরও। সেরা স্ক্রিন প্লে, সেরা গল্প, সেরা ব্যাকগ্রাউন্স স্কোর। সকলকে পিছনে ফেলে ঋষি কাপুর তার অভিনয়ের জন্য ছিনিয়ে নিলেন সেরা সহ অভিনেতার সম্মান। আবার আদিল শেখ পুরস্কৃত  কাপুর অ্যান্ড সনসের কর গয়ি চুল গানে কোরিওগ্রাফির জন্য।

অনিরুদ্ধ রায়চৌধুরির পিঙ্ক এত ছবির মাঝেও ছিনিয়ে নিল সেরা ডায়লগের খেতাবটি। লাইফটাইম পুরস্কারে পুরস্কৃত শত্রুঘ্ন সিনহা। অ্যায় দিল হ্যায় মুশকিলের জন্য সেরা অ্যালবামের ট্রফি ব্যাগে পুরলেন প্রীতম, অ্যায় দিল হ্যায় মুশকিল টাইট্রেল ট্র্যাকের জন্য সেরা প্লে-ব্যাক সিঙ্গার অরিজিত্‍ সিং। চান্না মেরেয়া গানের জন্য সেরা গীতিকার অমিতাভ ভট্টাচার্য। সঙ্গে আর ডি বর্মন নতুন মিউজিক ট্যালেন্ট লিস্টে বুল্লেয়া গানের জন্য ট্রফি হাতে অমিত মিশ্র। সুলতানের ঝুলিতে একটি পুরস্কার। জাগ ঘুমিয়ে গানের জন্য সেরা প্লে-ব্যাক গায়িকা নেহা ভাসিন। আমির, সালমান পুরস্কৃত। পুরস্কৃত হল শাহরুখের ছবিও সেরা ভিশ্যুয়াল এফেক্টসে।