বিপ্লব নাথ (চট্টগ্রাম): চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন সিইপিজেডে বাসচাপায় রুমা বেগম (৩২) নামে এক পোশাককর্মী নিহত হয়েছে। সোমবার সকালে সিইপিজেডের ৮ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের নিউ অ্যারা ফ্যাশন নামের কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুমা বেগম জেলার ফটিকছড়ি উপজেলার দুলাইছড়ির এলাকার কুদ্দুস মিয়ার স্ত্রী। তিনি নিউ অ্যারা ফ্যাশনে অপারেটরের কাজ করতেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, কারখানায় ঢোকার সময় একটি বাস রুমা বেগমলে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে চমেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ