স্মার্টফোনে ছবি তোলার ৬টি টিপস !

  • amzad khan
  • আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭
  • ৭৫৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

প্রযুক্তির সহজলভ্যতার কারণে মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন। ভিডিও দেখা কিংবা সোশ্যাল সাইটে প্রবেশ ছাড়াও ছবি তোলার ক্ষেত্রে জুড়ি নেই হাল ফ্যাশানের এই ফোনের। তবে ছবি তুললেই যে মনঃপুত হতে এমন কিন্তু। এক্ষেত্রে কয়েকটি সাধারণ টিপস মাথায় রাখলেও আপনার ছবি অন্যের কাছে প্রশংসিত হতে পারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

১. ছবি তোলার সময়ে আলোর বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। যেদিক থেকে আলো আসছে, ছবি তোলার সময়ে সব সময়ে সেই দিকটি নিজের পিছনে রাখুন।

২. অনেক সময়েই ছবি তোলার পরে দেখা যায়, সেটি ঝাপসা গেছে। এই ধরনের ছবি ডিলিট না করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়ে দেখুন। ভালো দেখাবে।

৩. স্মার্টফোনে ছবি তোলার সময়ে খুব বেশি জুম করবেন না। এতে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়।

৪. ছবি তোলার সময়ে অযথা তাড়াহুড়ো করবেন না। যে ফ্রেম করছেন, তার থেকে কিছু কেটে যাচ্ছে কি না, সে বিষয় খেয়াল রাখুন।

৫. হলদে আলো যেখানে থাকবে, সেখানে ছবি তোলার সময়ে স্মার্টফোনের অটো হোয়াইট ব্যালেন্স ফিচারটি ব্যবহার করুন।

৬. ফ্ল্যাশ ব্যবহার করার সময়ে মাথায় রাখুন, সেটি যেন উল্টোদিকে কোনোভাবে রিফ্লেক্ট না করে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ছবি তোলার ৬টি টিপস !

আপডেট সময় : ০৫:০৬:৪০ অপরাহ্ণ, শনিবার, ৫ আগস্ট ২০১৭

নিউজ ডেস্ক:

প্রযুক্তির সহজলভ্যতার কারণে মানুষের হাতে হাতে এখন স্মার্ট ফোন। ভিডিও দেখা কিংবা সোশ্যাল সাইটে প্রবেশ ছাড়াও ছবি তোলার ক্ষেত্রে জুড়ি নেই হাল ফ্যাশানের এই ফোনের। তবে ছবি তুললেই যে মনঃপুত হতে এমন কিন্তু। এক্ষেত্রে কয়েকটি সাধারণ টিপস মাথায় রাখলেও আপনার ছবি অন্যের কাছে প্রশংসিত হতে পারে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

১. ছবি তোলার সময়ে আলোর বিষয়টি অবশ্যই মাথায় রাখুন। যেদিক থেকে আলো আসছে, ছবি তোলার সময়ে সব সময়ে সেই দিকটি নিজের পিছনে রাখুন।

২. অনেক সময়েই ছবি তোলার পরে দেখা যায়, সেটি ঝাপসা গেছে। এই ধরনের ছবি ডিলিট না করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এফেক্ট দিয়ে দেখুন। ভালো দেখাবে।

৩. স্মার্টফোনে ছবি তোলার সময়ে খুব বেশি জুম করবেন না। এতে ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়।

৪. ছবি তোলার সময়ে অযথা তাড়াহুড়ো করবেন না। যে ফ্রেম করছেন, তার থেকে কিছু কেটে যাচ্ছে কি না, সে বিষয় খেয়াল রাখুন।

৫. হলদে আলো যেখানে থাকবে, সেখানে ছবি তোলার সময়ে স্মার্টফোনের অটো হোয়াইট ব্যালেন্স ফিচারটি ব্যবহার করুন।

৬. ফ্ল্যাশ ব্যবহার করার সময়ে মাথায় রাখুন, সেটি যেন উল্টোদিকে কোনোভাবে রিফ্লেক্ট না করে।