বিয়ন্সের যমজ সন্তানের ছবি !

  • amzad khan
  • আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭
  • ৭৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যমজ সন্তান জন্মের এক মাস পর তাদের ছবি সবার সামনে প্রকাশ করেছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে। শুক্রবার ইন্সটাগ্রামে যমজ সন্তান কোলে দেখা গেছে ৩৫ বছর বয়সী গায়িকাকে। সেখানে বিয়ন্সে লিখেছেন, স্যার কার্টার ও রুমির আজ একমাস পূর্ণ হলো।

গত মাসের মাঝামাঝি বিয়ন্সে যমজ সন্তানের জন্ম দেন। দুইটি সন্তানের নাম রাখা হয়েছে স্যার কার্টার এবং রুমি কার্টার। পারস্যের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন মুহাম্মাদ রুমির নামের সঙ্গে মিলিয়ে রুমি কার্টার রাখা হয়েছে। কিন্তু স্যার কার্টার নামের রহস্য এখনো জানা যায়নি।

গত ২৬ জুন হাসপাতাল ছাড়ার সময় সন্তানের নাম ক্যালিফোর্নিয়ার ঠিকানায় যমজ সন্তানের নাম নিবন্ধন করেন বিয়ন্সে। ২০১২ সালে একই ঠিকানায় পাঁচ বছরের মেয়ে ব্লু আইভির নামও নিবন্ধন করেছিলেন তিনি।

ট্যাগস :

বিয়ন্সের যমজ সন্তানের ছবি !

আপডেট সময় : ০১:২২:৫৪ অপরাহ্ণ, শনিবার, ১৫ জুলাই ২০১৭

নিউজ ডেস্ক:

যমজ সন্তান জন্মের এক মাস পর তাদের ছবি সবার সামনে প্রকাশ করেছেন মার্কিন সংগীতশিল্পী বিয়ন্সে। শুক্রবার ইন্সটাগ্রামে যমজ সন্তান কোলে দেখা গেছে ৩৫ বছর বয়সী গায়িকাকে। সেখানে বিয়ন্সে লিখেছেন, স্যার কার্টার ও রুমির আজ একমাস পূর্ণ হলো।

গত মাসের মাঝামাঝি বিয়ন্সে যমজ সন্তানের জন্ম দেন। দুইটি সন্তানের নাম রাখা হয়েছে স্যার কার্টার এবং রুমি কার্টার। পারস্যের কালজয়ী সুফি কবি জালাল উদ্দিন মুহাম্মাদ রুমির নামের সঙ্গে মিলিয়ে রুমি কার্টার রাখা হয়েছে। কিন্তু স্যার কার্টার নামের রহস্য এখনো জানা যায়নি।

গত ২৬ জুন হাসপাতাল ছাড়ার সময় সন্তানের নাম ক্যালিফোর্নিয়ার ঠিকানায় যমজ সন্তানের নাম নিবন্ধন করেন বিয়ন্সে। ২০১২ সালে একই ঠিকানায় পাঁচ বছরের মেয়ে ব্লু আইভির নামও নিবন্ধন করেছিলেন তিনি।